পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘটনার দিন ভোর 6টায় গাড়ির চালককে ফোন করে কেন তৈরি থাকতে বলেন সন্দীপ - RG Kar Doctor Rape And Murder Probe - RG KAR DOCTOR RAPE AND MURDER PROBE

RG Kar Doctor Rape And Murder Case: আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের দিন ভোর 6টায় গাড়ির চালককে ফোন করে তৈরি থাকতে বলেছিলেন সন্দীপ ঘোষ ৷ চালক এমনটা দাবি করলেও, এর আগে সন্দীপ সিবিআইকে যে তথ্য দিয়েছেন, সেই বয়ান একেবারেই আলাদা ৷

ETV BHARAT
আরও বিপাকে সন্দীপ ঘোষ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2024, 4:49 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ । কারণ সিবিআইকে দেওয়া তাঁর আগের বয়ানের সঙ্গে সন্দীপের সরকারি গাড়ির চালকের বয়ান পুরোপুরি আলাদা । তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে বিস্ফোরক তথ্য পেয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷ চালকের বয়ান রেকর্ড করা হয়েছে ৷

এর আগে, সিবিআইয়ের গোয়েন্দাদের আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জানিয়েছিলেন যে, হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার কথা গত মাসের 9 তারিখে সকাল দশটা নাগাদ জানতে পেরেছিলেন তিনি । পাশাপাশি সন্দীপ ঘোষের সরকারি গাড়ির চালককে ডেকেও সিজিও কমপ্লেক্সে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা ৷ চালকের থেকে যে বয়ান মিলেছে, তা একেবারেই মিলছে না সন্দীপ ঘোষের বক্তব্যের সঙ্গে ৷

সরকারি গাড়ির চালক সিবিআইয়ের কাছে দাবি করেছেন যে, ঘটনার দিন, অর্থাৎ গত 9 অগস্ট ভোর ছ'টার সময় তাঁকে ফোন করেছিলেন সন্দীপ ঘোষ ৷ সিবিআইয়ের গোয়েন্দাদের কাছে ওই চালক এও দাবি করেন যে, ঘটনার দিন ভোর ছ'টায় সন্দীপ ঘোষ নিজেই ফোন করে তাঁর বাড়িতে গাড়ি নিয়ে চলে আসতে বলেন । সিবিআইয়ের মতে, তাঁর এই বক্তব্য যদি সত্যি হয়, তাহলে সিবিআইকে সন্দীপ ঘোষ আগে যে তথ্য দিয়েছিলেন তা পুরোপুরি ভুল বা মিথ্যে ।

বর্তমানে সন্দীপ ঘোষ রয়েছেন সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার হেফাজতে । আরজি কর হাসপাতালে যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, তার তদন্তে নেমে এবার সন্দীপ ঘোষের একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । সিবিআইয়ের পাশাপাশি ইডি গোয়েন্দারাও এই ঘটনায় সমান্তরাল তদন্তে নেমেছেন ।

একই শহরে একাধিক ফ্ল্যাট, একাধিক এসইউভি গাড়ি মিলেছে সন্দীপ ঘোষের । সরকারি বোর্ড লাগানো গাড়িতে । সন্দীপ ঘোষের জীবনশৈলী থেকে শুরু করে তাঁর প্রভাব ও সম্পত্তির খোঁজ পেতে তদন্ত করছে সিবিআই ও ইডি ৷ সিবিআই গত পরশু বেলেঘাটায় সন্দীপের ফ্ল্যাটে প্রায় 9 ঘণ্টা তল্লাশি চালিয়ে একাধিক ব্যাংকের নথিপত্র ও দলিল বাজেয়াপ্ত করেছে । পাশাপাশি বেলেঘাটা আইডি হাসপাতালের উলটোদিকের গলির ভিতর সন্দীপের অন্য ফ্ল্যাটের হদিশ পেয়েছে ইডি । তাতে পাওয়া গিয়েছে সরকারি বোর্ড লাগানো একটি বিলাসবহুল গাড়ি ৷

ABOUT THE AUTHOR

...view details