সোদপুর, 3 সেপ্টেম্বর: রাজ্য সরকারের 'ধর্ষণ বিরোধী বিল' পাশ নিয়ে মুখ খুললেন আরজি করে নির্যাতিতা ছাত্রীর বাবা-মা । মঙ্গলবার সন্ধ্যায় সোদপুরের বাড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতার মা বলেন,"এই বিলের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি । ডাক্তারি পড়ুয়া ছেলে-মেয়েদের মধ্যে কোনও বিভাজন করা উচিত নয় । মেয়েরা 12 ঘণ্টা ডিউটি করবে । ছেলেরা 24 ঘণ্টা ডিউটি করবে । এতে তো মেয়েদের আরও ছোট করা হচ্ছে । এই বৈষম্য কেন থাকবে ? তাই সরকারের এই বিলকে কোনওভাবেই সমর্থন করতে পারছি না ।"
স্ত্রী'র কথায় তাল মিলিয়ে এই বিলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে নির্যাতিতা ছাত্রীর বাবাকেও । তাঁর কথায়,"ছেলে-মেয়ে প্রত্যেকেরই সমান অধিকার । সেখানে ছেলেরা বেশি কাজ করবে । মেয়েরা কম করবে । এটা করে তো উনি (মুখ্যমন্ত্রী) নিজেই বৈষম্য তৈরি করে দিচ্ছেন ছেলে-মেয়ের মধ্যে ! রাতে যদি কোনও মেয়েকে কাজের জন্য বেরোতে হয়, সে কী চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকবে ? এটা হয় নাকি ! আমি মনে করি এটা সরকারের অক্ষমতা । কারণ, প্রশাসন মেয়েদের সুরক্ষা দিতে পারছে না ।"
এরপরই সরকারের উদ্দেশ্যে কার্যত ক্ষোভ উগড়ে দিয়ে নির্যাতিতার বাবা বলেন,"দুর্নীতিকে প্রশয় না দিয়ে সেই দুর্নীতি কীভাবে সামনে আনা যায়, সেদিকে উদ্যোগ নেওয়া উচিত সরকারের । সন্দীপ ঘোষের দুর্নীতি বিগত তিন বছর ধরে সামনে আনার চেষ্টা করেছিল অনেকেই । কিন্তু, তা আনা সম্ভব হয়নি । এর জবাব কে দেবে ? প্রশাসনকেই এর উত্তর দিতে হবে । সন্দীপ ঘোষ এভাবে দুর্নীতি না করলে আজকে আমার মেয়েকে মরতে হত না । উত্তালও হত না গোটা পৃথিবী ।"