শ্রীনগর, 5 নভেম্বর: জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় চলছে নিরাপত্তা বাহিনীর জঙ্গি দমন অভিযান ৷ তারই মাঝে উপত্যকাজুড়ে মুহুর্মুহু গুলির শব্দ ৷ মঙ্গলবার উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার কেতসুন অঞ্চলে নিরাপত্তা বাহিনী-জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয় ৷ এই এলাকাটি জঙ্গলে ঘেরা ৷ সূত্র মারফত খবর, নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে 1 জঙ্গিকে নিকেশ করা হয়েছে ও অন্য আরও একজন ধরা পড়েছে ৷
সূত্রের খবর, এই এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পান নিরাপত্তা বাহিনী ৷ তারপরই কেতসুন বনাঞ্চলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তারক্ষীরা। আচমকাই তাদের উপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালাতে থাকে নিরাপত্তা বাহিনীও ৷ হামলার পরেই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে সেনা জওয়ানরা। এর আগে, শনিবারই শ্রীনগরে খানইয়ার এলাকায় এক লস্কর জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী, অন্য আরও একজন ধরা পড়েছে ৷
পাশাপাশি, ওই দিনই দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গির তুমুল লড়াই হয় ৷ এই হামলার কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, শুক্রবারই কাশ্মীরের বুদগাম জেলায় এমন দুই শ্রমিকের উপর হামলার অভিযোগ উঠেছে জঙ্গিদের বিরুদ্ধে ৷ যদিও তাঁরা সেখানকার বাসিন্দা নন ৷
সেই ঘটনার রেশ কাটতে না কাটতে একদিন পর ফের এনকাউন্টারের ঘটনা ঘটল শ্রীনগরে । কাশ্মীরে গত চার দিনের মধ্যে এই নিয়ে তিনবার এমন ঘটনা ঘটল ৷ ওমর আবদুল্লার নেতৃত্বে এনসি-কংগ্রেস জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে উপত্যকায় এই ধরনের হানা ও আক্রমণের ঘটনা বাড়ছে ৷