পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পিছু হটে ব্যারিকেড সরাল পুলিশ, মানববন্ধন করে লালবাজারে জুনিয়র চিকিৎসকরা - Junior Doctors Lalbazar Abhijan - JUNIOR DOCTORS LALBAZAR ABHIJAN

Junior Doctors' Lalbazar Abhijan: অবশেষে পিছু হটে ব্যারিকেড সরিয়ে দিল পুলিশ ৷ এবার মানববন্ধন করে লালবাজারের পথে এগোন জুনিয়র চিকিৎসকরা ৷ তবে তাঁদের প্রতিনিধি দল লালবাজারের ভিতরে গিয়ে ডেপুটেশন জমা দেন ৷

ETV BHARAT
ব্যারিকেডের তালা খুলে দিল কলকাতা পুলিশ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2024, 1:57 PM IST

Updated : Sep 3, 2024, 4:39 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর:জুনিয়র চিকিৎসকরাপ্রায় 22 ঘণ্টারও বেশি সময় অভিযানে অনড় থাকার পর পিছু হটল কলকাতা পুলিশ ৷ আজ দুপুরে পুলিশের তরফে ফিয়ার্স লেনের ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে ৷ শান্তিপূর্ণ ভাবে মিছিল করে এগিয়ে যান জুনিয়র ডাক্তাররা । মানববন্ধন করে তাঁরা যান লালবাজারে । এরপর তাঁদের প্রতিনিধি দল লালবাজারের ভিতরে গিয়ে ডেপুটেশন দেন ৷

জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান কর্মসূচি সোমবার থেকে চলছে ৷ আরজি কর-কাণ্ডে নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনড় চিকিৎসক ছাত্ররা ৷ তাঁদের সঙ্গে দফায় দফায় পুলিশের তরফে কথা বলার চেষ্টা হলেও লাভ হয়নি ৷ এমনকি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের চা খাওয়াতে গেলে তাঁদের গো-ব্যাক স্লোগান দিয়ে ফিরিয়ে দেওয়া হয় ৷

সোমবার দুপুর 2টো থেকে শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান ৷ তাঁদের অবস্থানে যোগ দিয়েছেন তারকারা ও নাগরিক সমাজ ৷ সারারাত কাটিয়ে এখনও চলছে অবস্থান ৷ এর মধ্যে বেশ কয়েকবার পুলিশের তরফে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও নিজেদের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা ৷

আজ বেলা সাড়ে 12টা নাগাদ ফের কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি 2 সন্তোষ পাণ্ডে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে যান । সেখানে পুলিশকে জুনিয়র চিকিৎসকরা ফের তাঁদের তিন দফা দাবির কথা জানান । তাঁদের দাবি, তাঁদের মিছিল বেন্টিঙ্ক স্ট্রিট পর্যন্ত যেতে দিতে হবে । নয়তো নগরপাল বিনীত গোয়েলকে তাঁদের সামনে আসতে হবে । অথবা বিনীত গোয়েলকে নিজের পদ থেকে ইস্তফা দিয়ে বেরিয়ে যেতে হবে লালবাজার থেকে । তবেই এই অবস্থান থেকে উঠে যাবেন তাঁরা । পুলিশের তরফে জানানো হয়, এই বিষয়ে তাঁরা কথা বলবেন শীর্ষ কর্তাদের সঙ্গে ৷ এর কিছু সময় পরই খুলে দেওয়া হয় ব্যারিকেড ৷

আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছে পুলিশ (নিজস্ব চিত্র)

এদিকে, আজ দুপুরে কলকাতা পুলিশের তরফে এক কর্মী আন্দোলনরত চিকিৎসকদের চা খাওয়াতে যান । তবে সেই চা ফিরিয়ে দেন জুনিয়র চিকিৎসকরা । তাঁদের কথায়, "আমাদের চা লাগবে না, বিচার চাই ।" পুলিশকর্তাদের গো-ব্যাক স্লোগান দিয়ে ফিরিয়ে দেন আন্দোলনকারীরা ৷

উল্লেখ্য, সোমবার রাতেই জুনিয়র চিকিৎসকদের রাজপথ দখলে যোগদান করেন সেলেব্রিটিরাও । দেবলীনা দত্ত, সোহিনী সরকার, সুদীপ্তা চক্রবর্তীদের গলাতেও ছিল একই সুর, ‘‘জাস্টিস ফর আরজি কর’’। জুনিয়র চিকিৎসকদের উৎসাহ দিতে রাতে লালবাজারে যান ডিউটি থেকে ফেরা সিনিয়র চিকিৎসকরাও ৷

Last Updated : Sep 3, 2024, 4:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details