পুলিশি ব্যর্থতার অভিযোগ এনে এবার কলকাতা পুলিশের দুই অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিককে বরখাস্ত করল লালবাজার। তবে এই পদক্ষেপ নিচু তলার পুলিশকর্মীরা একেবারেই খুশি নন। তাঁদের মতে, কাজ করতে গেলে গাফিলতি হয় এবং সেই গাফিলতির দায়িত্ব উচ্চপদস্থ আধিকারিকদের নেওয়া উচিত।
আরজি করে তাণ্ডবের ঘটনায় সাসপেন্ড 3 পুলিশ আধিকারিক - RG KAR DOCTOR RAPE AND MURDER
Published : Aug 19, 2024, 6:52 PM IST
|Updated : Aug 21, 2024, 8:54 AM IST
আরজি করে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল সারা দেশ ৷ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা ৷ আন্দোলনে সামিল হয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ, শিল্পী, বুদ্ধিজীবীরা ৷ রবিবার জুনিয়র চিকিৎসকদের সংগঠনের তরফে শহরে মহামিছিল ৷ কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 14 অগস্ট ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এ রাজ্যে 12 ঘণ্টার বনধও পালন করেছে এসিইউসিআই ৷ জেলা জেলায় এই বনধের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ৷ কলকাতাতেও বনধের প্রভাব পড়েছে ৷
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে, ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (FORDA) কর্মবিরতির সিদ্ধান্ত জারি রেখেছে ৷ প্রসঙ্গত, 13 অগস্ট কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পরে ধর্মঘট প্রত্যাহার করলেও আরজি করে হামলার ঘটনায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে FORDA ৷
আরজি করের ঘটনার প্রতিবাদে কলকাতার চিকিৎসকদের সঙ্গে জুড়েছে সমগ্র দেশ ৷ রাত দখলে পথে নেমেছেন অসংখ্য মানুষ ৷ সিবিআই ঘটনার তদন্ত চালাচ্ছে ৷ সরকারি হাসপাতালের পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় আপাতত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে ৷ ঘটনার সঙ্গে যুক্ত একাধিক অপরাধীর আশঙ্কায় তদন্ত-অনুসন্ধান চলছে ৷ এই অপরাধের সঙ্গে যুক্ত বাকিদের নাগাল পেতে দিনভর জিজ্ঞাসাবাদ, তদন্ত চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা ৷
LIVE FEED
আরজি করে তাণ্ডব, বরখাস্ত করা হল কলকাতা পুলিশের 3 আধিকারিককে
সুপ্রিম নির্দেশে আরজি করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কাটলো ধোঁয়াশা
আরজি করে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সিআইএসএফ মোতায়েনের মৌখিক নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু, প্রাথমিক লিখিত নির্দেশে তার উল্লেখ ছিল না। এর পরই বিভ্রান্তি তৈরি হয়। তবে পরে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের যে কপি আপলোড করা হয়, তাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে ।
আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে ডেকে পাঠাল লালবাজার
আরজি কর কাণ্ডের নির্যাতিতার নাম, পরিচয় এবং ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য একাধিক ব্যক্তিকে ডেকে পাঠাচ্ছে কলকাতা পুলিশ। এই তালিকায় এবার নাম জুড়ে গেল আরজি করের প্রাক্তন অধ্যক্ষের ৷ অভিযোগ, নির্যাতিতা পড়ুয়া চিকিৎসকের নাম প্রকাশ্যে আনেন স্বয়ং অধ্যক্ষ (তৎকালীন)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে সকলের সামনে নির্যাতিতার নাম বলে দেন সন্দীপ।
বিজেপির মিছিলে হাওড়া ব্রিজের মুখে তীব্র যানজট
মঙ্গলবার আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বিজেপির হাওড়া ব্রিজ অভিযানের কর্মসূচি ছিল। কিন্তু, হাওড়া ব্রিজে ওঠার মুখেই পুলিশ তাঁদের আটকে দেয়। মিছিল আটকানোর জন্য ব্রিজের মুখে ব্যারিকেড বসানো হয়েছিল। কিন্তু, সেই ব্যারিকেড ভেঙে গেরুয়া শিবিরের নেতা, কর্মীরা এগনোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
দুর্নীতিগ্রস্ত পুলিশ, রাজ্য সরকার মানুষের বিশ্বাস হারিয়েছে: রাজ্যপাল
আরজি কর কাণ্ডে রাজ্য সরকারের পাশাপাশি কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর নির্দেশে মঙ্গলবার রাজভবনে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে । বাংলার মানুষ রাজ্য সরকারের প্রতি আস্থা হারিয়েছেন। আরজি কর কাণ্ডে বাংলার মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লি থেকে আরজিকরের নির্যাতিতা চিকিৎসকের বাবার সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যপাল।
বিজ্ঞানসম্মত, ইতিবাচক; সুপ্রিম রায়কে স্বাগত জানালেন কুণাল ঘোষ
মঙ্গলবার সুপ্রিম কোর্ট আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকদের কাজে ফেরার জন্য অনুরোধ করেছে। চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত । এই রায়কে স্বাগত জানালেন কুণাল ঘোষ ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "রায় বিজ্ঞানসম্মত, ইতিবাচক। সারা দেশে এই ধরণের অপরাধের কথা বলা হয়েছে ও তার পরিপ্রেক্ষিতে নির্দেশ আছে। রায় সারা দেশের জন্যই স্বাগত। এই প্রথম ধর্ষণ করে খুনকে মানসিক বিকারের রোগ বলা হয়েছে। রায়ে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ আছে।"
ABVP-স্বাস্থ্যভবন অভিযানে ঘিরে উত্তেজনা
আজ সল্টলেকে এবিভিপি-স্বাস্থ্যভবন অভিযানে ঘিরে উত্তেজনা ৷ মাঝপথেই ABVP সমর্থকদের আটকে দেয় পুলিশ ৷ তারপরই রাস্তায় মধ্যে বসে পড়ে বিক্ষোভ দেখান ও স্লোগান দেন সমর্থকরা ৷
আরজি কর-কাণ্ডে 'ফেক নিউজ' না-ছড়ানোর বার্তা মহুয়ার
এদিন এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আরজি কর-কাণ্ডে ভুয়ো খবর না-ছড়ানোর বার্তা দেওয়ার পাশাপাশি লেখেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩ জন চিকিৎসকের উপস্থিতিতে আরজি কর ঘটনার ময়নাতদন্ত:
1. পেলভিক গার্ডল বা অন্যান্য হাড়ের কোন ফ্র্যাকচার দেখা যায়নি ৷
2. 150 গ্রাম যৌনাঙ্গের অভ্যন্তরীণ এবং বাইরের ওজন বোঝাতে বলা হয়েছে, কাল্পনিক তরলের পরিমাণ নয় ৷
3. একাধিক ব্যক্তির কোনও উল্লেখ নেই ৷
আরজি কর-কাণ্ডে রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন রাজ্যপাল
আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে চলছে প্রবল বিক্ষোভ ৷ এরই মধ্যে মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস । পাশাপাশি আরজি কর-কাণ্ডে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার জন্য একটি মোবাইল কন্ট্রোলরুমও খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ কন্ট্রোলরুমের মোবাইল দুটি হল নম্বর- 03322001641 এবং 92890 10682 ৷
সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালে মোতায়েন সিআইএসএফ
আরজি কর হাসপাতালে সুরক্ষায় কেন্দ্রীয়বাহিনীর মোতায়েন ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরই হাসপাতাল ও হস্টেলের সুরক্ষায় দায়িত্ব নেন সিআইএসএফ জওয়ানরা ৷
আরজি করে হাসপাতালে অধ্যক্ষের 'সন্ধান চাই' পোস্টার
অধ্যক্ষ সুহৃতা পালের 'সন্ধান চাই' ৷ এমনই একটি পোস্টার নজরে পড়ল আরজি কর মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চের সামনে ৷ গত সপ্তাহে আরজি করের অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর প্রথম দু’দিন তাঁকে দেখা গিয়েছিল ৷ দ্বিতীয় দিনে সিবিআইয়ের সঙ্গে সিজিও কমপ্লেক্সে যাওয়ার নাম করে বেরনোর পর, আর তিনি আরজি করে আসেননি বলে অভিযোগ ৷ আর তার জেরেই এবার নিখোঁজ অধ্যক্ষের নামে 'সন্ধান চাই' পোস্টার দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারা ৷
চিকিৎসকদের নিরাপত্তায় 10 সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠনের 'সুপ্রিম' নির্দেশ
আরজি কর ঘটনার মামলায় রায় দিয়ে সুপ্রিম কোর্ট আজ চিকিৎসক ও স্বাস্থকর্মীদের নিরাপত্তায় 10 সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিল ৷ এই বিশেষ দলের দায়িত্বে থাকবেন সার্জেন ভাইস-অ্যাডমিরাল আরপি সারিন ৷
কখন প্রথম এফআইআর, জানতে চায় সুপ্রিম কোর্ট
আরজি কর হাসপাতালের চিকিৎক পড়ুয়া খুনের ঘটনায় দেরিতে FIR হওয়া নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্য ৷ কখন ও কার অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর দায়ের হয়েছিল, সেই তথ্য জানতে চান বিচারপতি জেবি পারদিওয়ালা ৷ উত্তরে রাজ্যের আইনজীবী জানান, বেলা ১১টা ৪৫ মিনিটে মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর হয়েছিল ৷
বৃহস্পতির মধ্যে সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে
বৃহস্পতির মধ্যে সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে ৷ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার পর কীভাবে আবার অন্য কোথাও যোগ দিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত ৷
আরজি করে হামলার ঘটনায় সিট গঠন লালবাজারের
14 অগস্ট অর্থাৎ 'মেয়েদের রাত দখল'-এর রাতে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় 15 সদস্যের সিট গঠন করল লালবাজারের গুন্ডাদমন শাখা ৷ হামলার ঘটনায় এখনও পর্যন্ত 40 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে ব্যাহত স্বাস্থ্যপরিষেবা
রাজ্যজুড়ে হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত ৷ আজরি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি মঙ্গলবার 12তম দিনে পড়ল ৷ এর ফলে রাজ্যের বেশ কয়েকটি সরকারি হাসপাতালে রোগীদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে ৷
আজ আরজি করে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের মামলায় সুপ্রিম কোর্টে শুনানি
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্নাতকোত্তর এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলায় সুপ্রিম কোর্টে আজ শুনানি ৷ আরজি কর-কাণ্ড দেশজুড়ে উত্তাল আবহের মাঝে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে শীর্ষ আদালত । প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মঙ্গলবার প্রথম শুনানি হবে এই মামলা ৷
দিল্লি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সূত্রের খবর, আরজি কর কাণ্ডে তিনি দিল্লিতে রিপোর্ট জমা দিতে পারেন ৷
সামনে এল আরজি কর নির্যাতিতার ময়নাতদন্ত রিপোর্ট
আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতা পড়ুয়া চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্ট জানা গেল ৷ রিপোর্টে যৌন হেনস্থার প্রমাণ পাওয়া গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে । এই রিপোর্ট অনুযায়ী, শ্বাসরোধ করে খুন করা হয়েছিল আরজি করের পড়ুয়া চিকিৎসককে ৷ নির্যাতিতার ঠোঁট, নাক, গাল, ডান চোয়াল, যৌনাঙ্গ, মাথা, চিবুক, গলা, বাঁ কাঁধ, বাঁ হাত, বাঁ হাঁটু, গোড়ালিতে আঘাতের চিহ্ন মিলেছে ৷
আরজি কর নির্যাতিতার বাড়ি ছাড়লেন সিবিআই আধিকারিকরা
সোমবার লালবাজার হয়ে উত্তর 24 পরগনার সোদপুরে আরজি কর নির্যাতিতার বাড়িতে যান সিবিআই আধিকারিকরা ৷ দীর্ঘক্ষণ সেখানে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথাবর্তা বলেন তদন্তকারীরা ৷ এর পর সন্ধ্যা 6টা 30 মিনিট নাগাদ আরজি করের নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা ৷
লালবাজারে সিবিআই
লালবাজারে ঢুকলেন সিবিআই-এর তিন সদস্যের একটি দল ৷ তাঁরা কলকাতা পুলিশের যে তদন্তকারী দল আরজি করে চিকিৎসক হত্যার ঘটনার তদন্ত করছিল, সেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যদের সঙ্গে কথা বলবেন ৷
দুই ডাক্তারের সমন বাতিল করল লালবাজার
প্রায় এক ঘণ্টা পর লালবাজার থেকে বেরিয়ে এলেন দুই চিকিৎসক কুণাল ও সুবর্ণ ৷ তাঁরা বেরিয়ে এসে জানান, পুলিশের সঙ্গে তাঁদের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে ৷ কিন্তু তাঁরাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, চিকিৎসকদের সমন দিয়ে ডাকার কোনও প্রয়োজন নেই ৷ চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, "আমরা পুলিশকে জানিয়েছি, সমন দিয়ে ডাকার কোনও দরকার ছিল না ৷ এতে সমগ্র চিকিৎসক সমাজ একে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ৷ এরপর কোনও চিকিৎসককে সমন দেওয়ার আগে 5 বার ভাববেন ৷ অনেক আগেই তাঁরা আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারতেন ৷ আমরা গঠনমূলক পরামর্শ দিতে পারতাম ৷" তিনি আরও জানান, পুলিশ কোথায় তদন্ত করতে ব্যর্থ হয়েছে, দোষীকে খুঁজতে ব্যর্থ হয়েছে, সেবিষয়েও পুলিশকে জানিয়েছেন তাঁরা ৷ ডাক্তার কুণাল সরকারও বলেন, "ডাক্তারদের সঙ্গে কথা বলার জন্য সমন পাঠানোর প্রয়োজন নেই ৷ এমনি কথা বলতেই পারেন ৷"
লালবাজারে ঢুকলেন দুই চিকিৎসক
আরজি করে মহিলা চিকিৎসক মৃত্যুর ঘটনায় নির্যাতিতার নাম, পরিচয় প্রকাশ করার অভিযোগ উঠেছে দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীর বিরুদ্ধে ৷ রবিবারই লালবাজার তাঁদের তলব করেছিল ৷ দুই চিকিৎসকই জানিয়েছিলেন তাঁরা সোমবার দুপুরে লালবাজারে হাজিরা দেবেন ৷ সোমবার দুপুরে কলকাতা মেডিক্যাল কলেজে দুই চিকিৎসককে তলবের প্রতিবাদে বিশাল সংখ্যায় চিকিৎসকরা জমায়েত করেন ৷ সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলে দুই চিকিৎসককে নিয়ে চিকিৎসকদের একটি মিছিল রওনা দেয় লালবাজারের উদ্দেশ্যে ৷ এরপর লালবাজারের বেশ কিছুটা আগেই চিকিৎসকদের মিছিল আটকে দেয় বিশাল পুলিশ বাহিনী ৷ শুধুমাত্র দুই চিকিৎসককেই লালবাজারে ঢুকতে দেওয়া হবে বলে জানানো হয় ৷ পুলিশ তাঁদের সঙ্গে নিয়ে লালবাজারে ঢোকে ৷ এদিকে লালবাজারের অদূরে যেখানে মিছিল আটকে দেওয়া হয়েছিল, সেখানে মানববন্ধন করে দাঁড়িয়ে রয়েছেন চিকিৎসকেরা ৷
আরজি করে চিকিৎসকদের হাতে রাখি পরাল পুলিশ
একদিকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকদের মিছিল এগিয়ে চলেছে লালবাজারের দিকে ৷ অন্য়দিকে আরজি কর হাসপাতালের ছবিটা অন্যরকম ৷ সেখানে পুলিশ কর্মীরা আন্দোলনরত চিকিৎসকদের হাতে রাখি পরিয়ে দিচ্ছেন ৷ এদিন হাসপাতাল চত্বরে নির্যাতিতার প্রতিকৃতি তৈরি করে তাতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ৷
কলকাতা মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসকদের মিছিল
লালবাজারের উদ্দেশ্যে রওনা দিলেন দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী ৷ তাঁদের নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে লালবাজারের দিকে রওনা দিল চিকিৎসকদের মিছিল ৷ আন্দোলনকারী চিকিৎসকদের আটকাতে লালবাজারে গার্ডরেল দিকে রাস্তা বন্ধ করা হয়েছে ৷ তাই লালবাজার পর্যন্ত চিকিৎসকরা আদৌ পৌঁছতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে ৷
আরজি কর-কাণ্ডে সুবিচার চেয়ে রাখি বন্ধনে কলকাতা মেডিক্যালের পড়ুয়ারা
আজ রাখি বন্ধনে আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে মানববন্ধন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়াদের ৷ এদিন সকালে হাতে রাখি পড়ে মানববন্ধন করে প্রতিবাদ দেখান চিকিৎসক পড়ুয়ারা ৷
আরজি কর-কাণ্ডে পথে নামলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা
আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে এবার পথে নামলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা ৷ সোমবার হাইকোর্ট চত্ত্বরে পথে প্ল্যাকার্ড হাতে 'বিচার চাই' এই স্লোগানে হাঁটলেন আইনজীবীরা ৷ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷