পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্টেশন থেকে উদ্ধার 56 জন নাবালক ও নাবালিকাকে ঘরে ফেরাল রেল পুলিশ - উত্তরবঙ্গের খবর

Minors Rescue: 2 মাসে উদ্ধার হওয়া 56 জন নাবালক-নাবালিকাকে পরিবারের কাছে ফিরিয়ে দিল রেল পুলিশ ৷ ওই দুই মাসে অভিযান চালিয়ে 109 কেজি 850 গ্রাম গাঁজা ও যাত্রীদের চুরি যাওয়া 52টি মোবাইলও উদ্ধার করা হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 10:42 AM IST

শিলিগুড়ি, 20 ফেব্রুয়ারি: দু'মাসে উত্তরবঙ্গের বিভিন্ন রেল স্টেশন ও ট্রেন থেকে উদ্ধার হওয়া 56 জন নাবালক ও নাবালিকাকে পরিবারের হাতে তুলে দিল রেলপুলিশ । সোমবার রেল পুলিশের এই ভূমিকা প্রশংসা কুড়িয়েছে সমস্ত মহলে । শুধু তাই নয়, ওই দুই মাসে অভিযান চালিয়ে 109 কেজি 850 গ্রাম গাঁজা উদ্ধার করেছে তারা । এছাড়াও ওই সময়ে যাত্রীদের চুরি যাওয়া 52টি মোবাইল ফোন উদ্ধার করে তাদের মালিকদের ফিরিয়ে দিয়েছে রেল পুলিশ ।

এই প্রসঙ্গে শিলিগুড়ি রেলপুলিশ সুপার এম সেলভামুরুগান বলেন, "যাত্রী সুরক্ষার ক্ষেত্রে শিলিগুড়ি রেল পুলিশ নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করছে বলে এই সাফল্য মিলেছে । উদ্ধার হওয়া নাবালক-নাবালিকারা কেউ আবার নিজে থেকে বাড়ি থেকে বেরিয়ে এসে বিভিন্ন স্টেশনে ট্রেনে ঘুরে বেড়াচ্ছিল । আবার কেউ বাড়ি ফিরতে পারছিল না । কেউ আবার ভুল করে অন্য ট্রেনে উঠে অচেনা জায়গায় এসে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল ।

এই 56 জনের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নাবালক ও নাবালিকা যেমন রয়েছে, সেরকম বিহারেরও বেশ কয়েকজন রয়েছে । রেল পুলিশ তৎপর থাকায় তাদেরকে উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেককে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে । এভাবে এই নাবালক-নাবালিকারা ঘুরতে থাকলে অসৎ চক্রের হাতে পড়ে যেতে পারত । যাতে সেই ধরনের ঘটনা না-ঘটে সেজন্য আমরা বিশেষ নজর রাখি।"

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে 9 জন নাবালিকা ও 17 জন নাবালক এবং ফেব্রুয়ারি মাসে 13 জন নাবালিকা ও 13 জন নাবালক উদ্ধার হয়েছে শিলিগুড়ি রেল পুলিশের অধীনে থাকা বিভিন্ন স্টেশন থেকে।

আরও পড়ুন :

  1. নাবালক ছেলেকে বাইক চালাতে দেওয়ায় মাকে 30 হাজার টাকা জরিমানা আদালতের
  2. এসটিএফের অভিযানে উদ্ধার দেড় কোটির মাদক, গ্রেফতার তিন পাচারকারী
  3. পোস্তা থেকে উধাও নাবালিকাকে ধরল খড়গপুরের রেলপুলিশ

ABOUT THE AUTHOR

...view details