ETV Bharat / state

মোহময়ী নারী-কণ্ঠের ফাঁদে পুরুষরা ! নিউটাউনে ডেটিং অ্যাপ প্রতারণায় ধৃত বাস্তবের 'ড্রিম গার্ল' - DATING APP FRAUD

দেখা করতে ডেকে পাঠিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ ৷ সম্মানহানির হুমকি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ প্রতারকের বিরুদ্ধে ৷

DATING APP FRAUD
ডেটিং অ্যাপ-প্রতারণায় ধৃত বাস্তবের 'ড্রিম গার্ল' ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2025, 2:51 PM IST

রাজারহাট, 6 জানুয়ারি: রুপোলি পর্দার কাহিনী বাস্তবের মাটিতে ! অভিনেতা আয়ুষ্মান খুরানা অভিনীত 'ড্রিম গার্ল' ফিল্মে করমের চরিত্রকে দেখা গিয়েছিল মহিলা কণ্ঠে পুরুষদের সঙ্গে রোম্যান্টিক আলাপচারিতা চালাতে ৷ তবে, সেখানে আর্থিক প্রতারণার কোনও ফাঁদ ছিল না ৷

কিন্তু, নিউটাউনের রাজারহাট থানা এলাকায় 'ড্রিম গার্ল' ছবির গল্পকে প্রতারণার ফাঁদ হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ অভিযোগ, মহিলা কণ্ঠ নকল করে গত দু’বছরে অনেককে প্রতারণার জালে ফাঁসিয়েছেন ওয়াসিম আলি নামে ওই যুবক ৷ তবে, সাম্প্রতিক একটি প্রতারণার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ডেটিং অ্যাপ-প্রতারণায় ধৃত বাস্তবের 'ড্রিম গার্ল' ! (ইটিভি ভারত)

এ নিয়ে নিউটাউনের ডিসি মানব শিংলা জানিয়েছেন, "একটি জনপ্রিয় ডেটিং অ্যাপে ভুয়ো অ্যাকাউন্ট খুলে মহিলা সেজে পুরুষদের ফাঁদে ফেলতেন অভিযুক্ত ওয়াসিম আলি ৷" তিনি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ওয়াসিমের ফাঁদে পড়েছিলেন ফয়াজ পারভেজ আলম ৷ ডেটিং অ্যাপে মহিলা সেজে ফয়াজের সঙ্গে কথাবার্তা শুরু হয় ৷ কিছুদিন সেই আলাপচারিতা এগোনোর পর, দেখা করতে চায় ওই নারী কণ্ঠ ৷ এমনকি মোবাইল নম্বরও আদানপ্রদান করেন তাঁরা ৷

প্রতারণার শিকার হওয়া ফয়াজ পুলিশকে জানিয়েছেন, প্রথমে তাঁকে রাজারহাট থানা এলাকার রাইগাছিতে হাসপাতালের সামনে দেখা করতে বলে ওই নারী কণ্ঠ ৷ সেই মতো তিনি গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যান ৷ কিন্তু, সেখানে গিয়ে কাউকে দেখতে না-পেয়ে ফোন করেন ফয়াজ ৷ উলটোদিক থেকে ওই মহিলা দেখা করতে অস্বীকার করেন ৷

অভিযোগ, ফয়াজের ভাবমূর্তি নষ্ট করা ও সম্মানহানির হুমকি দেওয়া হয় ৷ এমনকি 50 হাজার টাকাও চাওয়া হয় ৷ সেই টাকা না-দিলে তাঁর গাড়ি ভাঙচুরের হুমকিও দেয় ওই নারী কণ্ঠ ৷ ভয় পেয়ে তখনকার মতো 28 হাজার টাকা অনলাইনে ট্রান্সফার করে দেন ফয়াজ ৷ পরে তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন ৷

3 জানুয়ারি তিনি রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ রাজারহাট থানা ও বিধাননগর কমিশনারেটের সাইবার সেল ঘটনার তদন্তে নেমে ওই এলাকা থেকেই ওয়াসিম আলি নামে এক যুবককে গ্রেফতার করে ৷ নিউটাউনের ডিসি বলেন, "যিনি মহিলা কণ্ঠে কথা বলছিলেন, তিনি আদতে এক যুবক ৷ গত দু’বছর ধরে অনেকের সঙ্গেই প্রতারণা করেছেন ৷ প্রথমে ডেটিং অ্যাপে কথা বলতেন ৷ তারপর ফোন নম্বর আদানপ্রদান করতেন ৷ ধীরে-ধীরে তা ভিডিয়ো কল পর্যন্ত যেত ৷"

ভিডিয়ো কলে আলাপচারিতা নিয়ে ডিসি জানান, "আমরা অভিযুক্তের বাড়িতে হানা দিয়ে বেশকিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করেছি ৷ ওই যুবক ভিডিয়ো কলে কথা বলার জন্য মহিলার সাজে সাজতেন ৷ তার জন্য বিশেষ মেকআপ কিট ব্যবহার করতেন তিনি ৷ আমরা প্রমাণ হিসেবে সেগুলিকে বাজেয়াপ্ত করেছি ৷ ওই যুবক আর যাঁদের সঙ্গে প্রতারণা করেছেন, তাঁদের খোঁজ চালানো হচ্ছে ৷"

রাজারহাট, 6 জানুয়ারি: রুপোলি পর্দার কাহিনী বাস্তবের মাটিতে ! অভিনেতা আয়ুষ্মান খুরানা অভিনীত 'ড্রিম গার্ল' ফিল্মে করমের চরিত্রকে দেখা গিয়েছিল মহিলা কণ্ঠে পুরুষদের সঙ্গে রোম্যান্টিক আলাপচারিতা চালাতে ৷ তবে, সেখানে আর্থিক প্রতারণার কোনও ফাঁদ ছিল না ৷

কিন্তু, নিউটাউনের রাজারহাট থানা এলাকায় 'ড্রিম গার্ল' ছবির গল্পকে প্রতারণার ফাঁদ হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ অভিযোগ, মহিলা কণ্ঠ নকল করে গত দু’বছরে অনেককে প্রতারণার জালে ফাঁসিয়েছেন ওয়াসিম আলি নামে ওই যুবক ৷ তবে, সাম্প্রতিক একটি প্রতারণার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ডেটিং অ্যাপ-প্রতারণায় ধৃত বাস্তবের 'ড্রিম গার্ল' ! (ইটিভি ভারত)

এ নিয়ে নিউটাউনের ডিসি মানব শিংলা জানিয়েছেন, "একটি জনপ্রিয় ডেটিং অ্যাপে ভুয়ো অ্যাকাউন্ট খুলে মহিলা সেজে পুরুষদের ফাঁদে ফেলতেন অভিযুক্ত ওয়াসিম আলি ৷" তিনি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ওয়াসিমের ফাঁদে পড়েছিলেন ফয়াজ পারভেজ আলম ৷ ডেটিং অ্যাপে মহিলা সেজে ফয়াজের সঙ্গে কথাবার্তা শুরু হয় ৷ কিছুদিন সেই আলাপচারিতা এগোনোর পর, দেখা করতে চায় ওই নারী কণ্ঠ ৷ এমনকি মোবাইল নম্বরও আদানপ্রদান করেন তাঁরা ৷

প্রতারণার শিকার হওয়া ফয়াজ পুলিশকে জানিয়েছেন, প্রথমে তাঁকে রাজারহাট থানা এলাকার রাইগাছিতে হাসপাতালের সামনে দেখা করতে বলে ওই নারী কণ্ঠ ৷ সেই মতো তিনি গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যান ৷ কিন্তু, সেখানে গিয়ে কাউকে দেখতে না-পেয়ে ফোন করেন ফয়াজ ৷ উলটোদিক থেকে ওই মহিলা দেখা করতে অস্বীকার করেন ৷

অভিযোগ, ফয়াজের ভাবমূর্তি নষ্ট করা ও সম্মানহানির হুমকি দেওয়া হয় ৷ এমনকি 50 হাজার টাকাও চাওয়া হয় ৷ সেই টাকা না-দিলে তাঁর গাড়ি ভাঙচুরের হুমকিও দেয় ওই নারী কণ্ঠ ৷ ভয় পেয়ে তখনকার মতো 28 হাজার টাকা অনলাইনে ট্রান্সফার করে দেন ফয়াজ ৷ পরে তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন ৷

3 জানুয়ারি তিনি রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ রাজারহাট থানা ও বিধাননগর কমিশনারেটের সাইবার সেল ঘটনার তদন্তে নেমে ওই এলাকা থেকেই ওয়াসিম আলি নামে এক যুবককে গ্রেফতার করে ৷ নিউটাউনের ডিসি বলেন, "যিনি মহিলা কণ্ঠে কথা বলছিলেন, তিনি আদতে এক যুবক ৷ গত দু’বছর ধরে অনেকের সঙ্গেই প্রতারণা করেছেন ৷ প্রথমে ডেটিং অ্যাপে কথা বলতেন ৷ তারপর ফোন নম্বর আদানপ্রদান করতেন ৷ ধীরে-ধীরে তা ভিডিয়ো কল পর্যন্ত যেত ৷"

ভিডিয়ো কলে আলাপচারিতা নিয়ে ডিসি জানান, "আমরা অভিযুক্তের বাড়িতে হানা দিয়ে বেশকিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করেছি ৷ ওই যুবক ভিডিয়ো কলে কথা বলার জন্য মহিলার সাজে সাজতেন ৷ তার জন্য বিশেষ মেকআপ কিট ব্যবহার করতেন তিনি ৷ আমরা প্রমাণ হিসেবে সেগুলিকে বাজেয়াপ্ত করেছি ৷ ওই যুবক আর যাঁদের সঙ্গে প্রতারণা করেছেন, তাঁদের খোঁজ চালানো হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.