পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

134 ঘণ্টারও বেশি সময় অবস্থান! ঘেরাও প্রেসিডেন্সির উপাচার্য - SFI Gherao VC of Presidency - SFI GHERAO VC OF PRESIDENCY

PRESIDENCY UNIVERSITY SFI PROTEST: এসএফআই সংগঠনের দাবি মেনে লিখিত আশ্বাস দেননি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্মাল্য নারায়ণ চক্রবর্তী ৷ তাই এবার তাঁকে ঘেরাও করল এসএফআই ছাত্র সংগঠনের পড়ুয়ারা ৷

PRESIDENCY UNIVERSITY SFI PROTEST
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ঘেরাও (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 10:31 PM IST

Updated : Jul 31, 2024, 10:48 PM IST

কলকাতা, 31 জুলাই: দীর্ঘ অবস্থানের পর বাম ছাত্র সংগঠন এসএফআই ঘেরাও করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্মাল্য নারায়ণ চক্রবর্তীকে ৷ বুধবার এসএফআই-এর পড়ুয়াদের সঙ্গে উপাচার্যের একটি বৈঠক হয় ৷ সেখানে কোনও সদুত্তর না পাওয়ায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই সমর্থকরা উপাচার্যকে ঘেরাও করেন বলেই অভিযোগ ৷

বিশ্ববিদ্যালয়ের এসএফআই সংগঠনের ছাত্রছাত্রীর বক্তব্য, "অ্যাডভাইজরি কমিটি যাতে দ্রুত রেকমেন্ডেশন দেয় সেই দাবিতে বুধবার উপাচার্যের কাছে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু তখন উপাচার্য আরেকটি মিটিংয়ে যাচ্ছিলেন ৷" এই সময়েই আন্দোলনরত ছাত্রছাত্রীরা কথা বলার জন্য উপাচার্যের পথ আটকায় ৷

ছাত্রছাত্রীদের দাবি ছিল, কর্তৃপক্ষের তরফে তাঁদের লিখিত আশ্বাস দিতে হবে ৷ এর সঙ্গে চূড়ান্ত কী সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, তাও লিখিত ভাবে চেয়েছিল প্রেসিডেন্সির এসএফআই সংগঠন ৷ ছাত্রছাত্রীদের অভিযোগ, এই লিখিত আশ্বাস দিতে নারাজ হন উপাচার্য নির্মাল্য নারায়ণ চক্রবর্তী ৷ শেষে তাঁরা উপাচার্যকে ঘেরাও করেন পোর্টিকোর সামনে ৷ যদিও এই বিষয়ে কর্তৃপক্ষকে যোগাযোগ করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি ৷

প্রায় 134 ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান করে প্রেসিডেন্সি বিশ্বিদ্যালয়ে এসএফআই সংগঠনের পড়ুয়ারা ৷ তাঁদের দাবি ছিল, শিক্ষা এবং কর্মসংস্থান সব ছাত্রছাত্রীর মৌলিক অধিকার ৷ কিন্তু এই শিক্ষার জন্য অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে ৷ এমনকী বর্তমানে যথাযথ চাকরির ব্যবস্থাও নেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বলেই অভিযোগ তাঁদের ৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই সংগঠনের প্রশ্ন, সরকার থেকে যে টাকা প্রাক্তন উপাচার্য অনুরাধা লুইয়া নিয়েছিলেন, তার কী হল ? বিশ্ববিদ্যালয় বলছে আর্থিক সংকট রয়েছে ৷ কিন্তু সেখানে দাঁড়িয়ে নতুন বিল্ডিং এবং সেখানে অত্যাধুনিক ব্যবস্থাপনা কীভাবে গড়ে উঠল ? এছাড়াও প্রাক্তনীদের থেকে যে অর্থ আসে বিশ্ববিদ্যালয়ে তার কী হচ্ছে ?

Last Updated : Jul 31, 2024, 10:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details