কলকাতা, 21 অক্টোবর: দশ দফা দাবিকে সামনে রেখে জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন চলছে । সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা । এরই মাঝে ধরা পড়ল শহরের সরকারি হাসপাতালের শৌচালয়ের বেহাল অবস্থার ছবি ৷ চারিদিকে নোংরা-আবর্জনায় ভর্তি ৷
মূলত জুনিয়র চিকিৎসকদের 10 দফা দাবির মধ্যে প্রথমটি বাদ দিয়ে বাকি ন'টি দাবি রাজ্য সরকারের কাছে তাঁরা করেছেন । সেখানে তাঁদের পাঁচ নম্বর দাবির মধ্যে যুক্ত রয়েছে হাসপাতালগুলিতে শৌচালয় ব্যবস্থা । জুনিয়র চিকিৎসকরা দাবি করেছেন, শৌচালয়ের সঙ্গে হেল্পলাইন নম্বর যুক্ত করতে হবে । তার পাশাপাশি মহিলা ও পুরুষ শৌচালয়ের আলাদা করতে হবে । এর সঙ্গে শৌচালয়ের অবস্থাগুলিকে উন্নত করতে হবে ।
যদিও রাজ্য সরকারের তরফে পালটা দাবি করা হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে 10 শতাংশ কাজ আর বাকি রয়েছে । কিন্তু, এর মাঝেই ভিন্ন চিত্র ধরা পড়ল । শহর কলকাতার অন্যতম সরকারি হাসপাতাল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ । সেখানে চক্ষু বিভাগের শৌচালয়ে দেখা গেল ভয়ানক ছবি ! যে সমস্ত রোগীরা নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগে আসেন অথবা যে সমস্ত চিকিৎসকেরা সেখানে অন ডিউটি অবস্থায় থাকেন, তাঁদের যে শৌচালয়ের ব্যবহার করতে হয়, তা দেখে রীতিমতো আঁতকে ওঠার অবস্থা !
কারণ, সেখানকার শৌচালয়ে কোথাও রয়েছে ভাঙা কমোড । আবার কোথাও দেখা যাচ্ছে, বাথরুম ভর্তি বর্জ্য পদার্থ । এই অবস্থা সামনে আসার পর জুনিয়র চিকিৎসকেরা প্রশ্ন তুলছেন, রাজ্য সরকারি হাসপাতালগুলির কোথায় উন্নতি হয়েছে ? তাঁদের কথায় উঠে আসছে, শুধুমাত্র নীলরতন সরকার মেডিক্যাল কলেজ নয়, বরং এই চিত্র সারা রাজ্যের একাধিক হাসপাতালে রয়েছে ।