জামালপুর, 10 মে:তৃণমূল প্রার্থীর আঙুল কামড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷ পূর্ব বর্ধমানের জামালপুর জৌগ্রাম এলাকার ঘটনা ৷ যদিও বিজেপির পালটা অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রচার করতে এসে বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে। আঙুল কামড়ানোর কোনও ঘটনা ঘটেনি। দরজায় ধাক্কা লেগে আঙুল কেটে গিয়েছে ওই তৃণমূল কর্মীর। এই ঘটনায় কার্তিক মির্ধা নামে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল নাগাদ জামালপুরের জৌগ্রাম পঞ্চায়েতের বাদপুর গ্রামের বিজেপি কর্মী সমর্থকেরা তৃণমূল কর্মী বাবাই মিস্ত্রির বাড়িতে প্রচার করতে গিয়েছিলেন। যেখানে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল সমর্থক ওই পরিবারের ঝামেলা শুরু হয়। অভিযোগ, সেই সময় বাবাই মিস্ত্রি নামে ওই তৃণমূল কর্মীর আঙুলে কামড়ে দেওয়ার অভিযোগ ওঠে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷ তাদের দাবি, দরজায় ধাক্কা লেগে ওই তৃণমূল কর্মীর হাত কেটে গিয়েছে।
ঘটনা প্রসঙ্গেই আহত তৃণমূল কংগ্রেসের কর্মী বাবাই মিস্ত্রি বলেন, "বিজেপির কিছু লোক আমার বাড়িতে ভোট চাইতে এসেছিলেন। হঠাৎ বাড়ির উঠোনে অশান্তির আওয়াজ পাই ৷ দেখি বাড়ির লোকজনদের সঙ্গে অশান্তি হচ্ছে ৷ আমি বাইরে বেরিয়ে দেখতে গেল আমায় ধাক্কা দিয়ে ফেলে দেয় ৷ এমনকি আমার বছর তিনেকের মেয়েকেও ঠেলা দেয় । আমি তখন আঙুল তুলে তার সঙ্গে কথা বলতে গেলে বিজেপি কর্মী কার্তিক মির্ধা আমার হাতের আঙুলে জোরে কামড় বসায়। ওরা 12-13 জন ছিল দলে । তাঁদের মধ্যে পাঁচ-ছ’জন মিলে আমাদের বাড়ির লোকেদের মারধর করে। এমনকি মহিলাদেরও মারধর করে ৷ আমরা থানায় অভিযোগ করেছি।"
পালটা বিজেপি নেতা জগবন্ধু ঘোষ বলেন, "আমরা ভোটপ্রচারে গিয়েছিলাম । সেখানে আমাদের বিজেপি পুরুষ ও মহিলা নেতা কর্মীরা ছিলেন। একটা বাড়িতে যাই। ওই বাড়ির লোকজন আমাদের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করে। মহিলাদের শ্লীলতাহানি করে। সেখানে আরও তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসে আমাদের মারধর করে। তারা উসকানিমূলক কথাবার্তা বলতে থাকে । আমাদের দু’জন কর্মী আহত হয়। তৃণমূল কংগ্রেসের যে কর্মী বলছে তার আঙুল কামড়ে দেওয়া হয়েছে সেটা মিথ্যে কথা। দরজায় লেগে সেই আঙুল কেটেছে। ডাক্তারি পরীক্ষা করলেই বিষয়টি বোঝা যাবে।"
আরও পড়ুন:
- খাস কলকাতায় রাতে একাধিক ছুরির কোপ বিজেপি কর্মীকে, হামলায় আটক 3
- কৌটো বোমা ফেটেই বিস্ফোরণ ! হাসনাবাদকাণ্ডে গ্রেফতার বিজেপি কর্মী
- কর্মীদের উপর হামলার অভিযোগে মাটিগাড়ায় বিজেপির 12 ঘণ্টা বনধ