ETV Bharat / state

স্মরণে হাশিম আব্দুল হালিম; সভায় বর্তমান অধ্যক্ষদের কড়া সমালোচনায় বিকাশ-সেলিম

একজন অধ্যক্ষের দায়িত্ব ও কর্তব্য কী, তার প্রকৃষ্ট উদাহরণ ছিলেন হাশিম আব্দুল হালিম ৷ রাজ্যের প্রাক্তন অধ্যক্ষের স্মরণসভায় এমনটাই মন্তব্য করলেন সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য।

MEMORIAL OF HASHIM ABDUL HALIM
বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং মহম্মদ সেলিম ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2024, 1:54 PM IST

কলকাতা, 3 নভেম্বর: সরকারের দায়বদ্ধতা বোঝাতে একজন অধ্যক্ষের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, যাঁর কোনও রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত না ৷ আর সেই কাজটাই করে দেখিয়েছিলেন হাশিম আব্দুল হালিম ৷ রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষের স্মরণসভায় এমনটাই মন্তব্য সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের ৷

তবে, আইনজীবী নেতার মতে, বর্তমানে ঠিক তার উলটোটাই হচ্ছে ৷ পাশাপাশি, সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও প্রায় একই সুরে রাজ্য বিধানসভা এবং লোকসভার বর্তমান অধ্যক্ষদের নাম না-নিয়েই সমালোচনা করলেন ৷ তাঁর কথায়, বর্তমানে রাজ্য বিধানসভা কিংবা লোকসভার অধ্যক্ষরা যে ভূমিকা পালন করছেন, তা ন্যায় সংগত নয় ৷ যুক্তি দিয়ে বোঝাতে গিয়ে প্রয়াত সিপিআইএম নেতা তথা লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের দল থেকে বহিষ্কার এবং তাঁর নিজের সিদ্ধান্তে অটুট থাকার প্রসঙ্গ উঠে আসে এই আলোচনা সভায় ৷

বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "ভারত শাসিত হচ্ছে সংবিধান মেনে ৷ আমরা জন্ম থেকেই স্বাধীন ৷ মৌলিক অধিকার প্রয়োগ করতে পারছি কিনা সেটাই গুরুত্বপূর্ণ ৷ ভারতবর্ষ একক দেশ নয়, বৈচিত্র্যে পরিপূর্ণ ৷ কিন্তু, সেটাকে নানাভাবে ভেঙে ফেলা হচ্ছে ৷ হাশিম আব্দুল হালিম পার্টি থেকে পদত্যাগ না-করেও অধ্যক্ষের পদ দায়িত্বের সঙ্গে সামলেছেন ৷"

এর পরেই বর্তমান রাজ্য বিধানসভা এবং লোকসভার অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিকাশ ৷ তিনি বলেন, "সাধারণত হাউস চালানোর দায়িত্ব অধ্যক্ষের ৷ বিতর্কে অংশ গ্রহণ করা নয় ৷ অধ্যক্ষ হলে তিনি কোনও রাজনৈতিক দলের বিরোধিতা করতে পারেন না ৷ হালিম সাহেবের যুক্তি ও মানবতায় পেরে উঠতেন না কেউই ৷ কিন্তু, আজকের দিনে দলবদলুরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সব থেকে বড় বিপদ হয়ে উঠেছে ৷ অধ্যক্ষের উচিত, তাঁদের বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ৷ কিন্তু, কী হচ্ছে ? মুকুল রায় থেকে অন্যান্য বিধায়ক-সাংসদরা রাতারাতি দলবদল করলেন ৷ অধ্যক্ষ কী ভূমিকাটা পালন করলেন ? অথচ হাশিম আব্দুল হালিমের অধ্যক্ষ হিসেবে কী ভূমিকা ছিল, তা রাজ্যের রাজনীতিকরা খুব ভালোভাবেই জানেন ৷"

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "আইনমন্ত্রী ও নেতা হিসেবে হাশিম আব্দুল হালিম সাহেবকে দেখেছি ৷ ছাত্র জীবনে তাঁকে দেখেছি ৷ একজন মানুষের যতরকম চরিত্র থাকতে পারে, তা ওনার মধ্যে ছিল ৷ তিনি ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ককে গুরুত্ব ও তাকে মর্যাদা দিতেন ৷ বিভিন্ন দেশে গেছেন। সেখানকার আইনসভার সদস্যদের নিয়ে নানান বিষয়ে আলোচনা করতেন ৷"

সেলিমের অভিযোগ, "এখন দেশের পার্লামেন্টে কোনও কাজ হয় না ৷ কিন্তু, হালিম সাহেবের সময়ে বিধানসভা চলাকালীন, কী মন্তব্য করতেন, তা আর্কাইভ থেকে বের করে দেখানো উচিত ৷ যাতে নতুন প্রজন্ম জানতে পারে, পার্লামেন্টে বা বিধানসভায় শুধু মারামারি হয় না, হইচই হয় না ৷ নানান সময়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন ৷ তিনি সমস্ত স্তরের মানুষের কাছ সহজেই পৌঁছতেন ৷ বিরোধীদের মর্যাদা দিতেন ৷ বিরোধী নেতার ক্যাবিনেটের মর্যাদা-সহ সমস্ত রসদ যোগানের ব্যবস্থায় তিনিই সচেষ্ট হয়েছিলেন ৷"

কলকাতা, 3 নভেম্বর: সরকারের দায়বদ্ধতা বোঝাতে একজন অধ্যক্ষের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, যাঁর কোনও রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত না ৷ আর সেই কাজটাই করে দেখিয়েছিলেন হাশিম আব্দুল হালিম ৷ রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষের স্মরণসভায় এমনটাই মন্তব্য সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের ৷

তবে, আইনজীবী নেতার মতে, বর্তমানে ঠিক তার উলটোটাই হচ্ছে ৷ পাশাপাশি, সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও প্রায় একই সুরে রাজ্য বিধানসভা এবং লোকসভার বর্তমান অধ্যক্ষদের নাম না-নিয়েই সমালোচনা করলেন ৷ তাঁর কথায়, বর্তমানে রাজ্য বিধানসভা কিংবা লোকসভার অধ্যক্ষরা যে ভূমিকা পালন করছেন, তা ন্যায় সংগত নয় ৷ যুক্তি দিয়ে বোঝাতে গিয়ে প্রয়াত সিপিআইএম নেতা তথা লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের দল থেকে বহিষ্কার এবং তাঁর নিজের সিদ্ধান্তে অটুট থাকার প্রসঙ্গ উঠে আসে এই আলোচনা সভায় ৷

বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "ভারত শাসিত হচ্ছে সংবিধান মেনে ৷ আমরা জন্ম থেকেই স্বাধীন ৷ মৌলিক অধিকার প্রয়োগ করতে পারছি কিনা সেটাই গুরুত্বপূর্ণ ৷ ভারতবর্ষ একক দেশ নয়, বৈচিত্র্যে পরিপূর্ণ ৷ কিন্তু, সেটাকে নানাভাবে ভেঙে ফেলা হচ্ছে ৷ হাশিম আব্দুল হালিম পার্টি থেকে পদত্যাগ না-করেও অধ্যক্ষের পদ দায়িত্বের সঙ্গে সামলেছেন ৷"

এর পরেই বর্তমান রাজ্য বিধানসভা এবং লোকসভার অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিকাশ ৷ তিনি বলেন, "সাধারণত হাউস চালানোর দায়িত্ব অধ্যক্ষের ৷ বিতর্কে অংশ গ্রহণ করা নয় ৷ অধ্যক্ষ হলে তিনি কোনও রাজনৈতিক দলের বিরোধিতা করতে পারেন না ৷ হালিম সাহেবের যুক্তি ও মানবতায় পেরে উঠতেন না কেউই ৷ কিন্তু, আজকের দিনে দলবদলুরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সব থেকে বড় বিপদ হয়ে উঠেছে ৷ অধ্যক্ষের উচিত, তাঁদের বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ৷ কিন্তু, কী হচ্ছে ? মুকুল রায় থেকে অন্যান্য বিধায়ক-সাংসদরা রাতারাতি দলবদল করলেন ৷ অধ্যক্ষ কী ভূমিকাটা পালন করলেন ? অথচ হাশিম আব্দুল হালিমের অধ্যক্ষ হিসেবে কী ভূমিকা ছিল, তা রাজ্যের রাজনীতিকরা খুব ভালোভাবেই জানেন ৷"

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "আইনমন্ত্রী ও নেতা হিসেবে হাশিম আব্দুল হালিম সাহেবকে দেখেছি ৷ ছাত্র জীবনে তাঁকে দেখেছি ৷ একজন মানুষের যতরকম চরিত্র থাকতে পারে, তা ওনার মধ্যে ছিল ৷ তিনি ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ককে গুরুত্ব ও তাকে মর্যাদা দিতেন ৷ বিভিন্ন দেশে গেছেন। সেখানকার আইনসভার সদস্যদের নিয়ে নানান বিষয়ে আলোচনা করতেন ৷"

সেলিমের অভিযোগ, "এখন দেশের পার্লামেন্টে কোনও কাজ হয় না ৷ কিন্তু, হালিম সাহেবের সময়ে বিধানসভা চলাকালীন, কী মন্তব্য করতেন, তা আর্কাইভ থেকে বের করে দেখানো উচিত ৷ যাতে নতুন প্রজন্ম জানতে পারে, পার্লামেন্টে বা বিধানসভায় শুধু মারামারি হয় না, হইচই হয় না ৷ নানান সময়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন ৷ তিনি সমস্ত স্তরের মানুষের কাছ সহজেই পৌঁছতেন ৷ বিরোধীদের মর্যাদা দিতেন ৷ বিরোধী নেতার ক্যাবিনেটের মর্যাদা-সহ সমস্ত রসদ যোগানের ব্যবস্থায় তিনিই সচেষ্ট হয়েছিলেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.