ETV Bharat / lifestyle

বাড়িতে নিজেই করুন সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনা হবে খুব সহজেই - SARASWATI PUJA 2025

সরস্বতী পুজো শুধু স্কুল, কলেজ বা পাড়ার প্যান্ডেলে হয় না, গৃহস্থ বাড়িতেও হয়ে থাকে । নিজেই কীভাবে করবেন এই পুজো ?

Saraswati puja News
বাড়িতে কীভাবে করবেন সরস্বতী পুজো (Freepik)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Jan 31, 2025, 2:48 PM IST

বাগদেবীর আরাধনায় মত্ত থাকে সাবাই ৷ স্কুলের ছাত্র ও ছাত্রীদের কাছে এ যেন এক আবেগের ৷ ঘরে ঘরে পূজিত হবেন বিদ্যা-বুদ্ধির দেবী মা সরস্বতী । বাড়িতে বাড়িতে চলছে সরস্বতী পুজোর আয়োজন । পুজোর প্যাণ্ডেল সাজানো থেকে শুরু করে জোগাড় ৷

স্কুল, কলেজ, যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, পাড়ায় যৌথ উদ্যোগে মণ্ডপ গড়ে দেবী সরস্বতীর পুজো করা হয় । এছাড়াও অনেক বাড়িতেই সরস্বতীর পুজো তো হয়ই ।

শাস্ত্রীয় বিধান অনুসারে, শ্রীপঞ্চমীর দিন সকালেই সরস্বতী পুজো সম্পন্ন করা হয় । এই পুজো সাধারণ পুজোর নিয়মানুসারেই হয় ।

পুজোর নিয়ম: সরস্বতী পুজোর দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পড়া প্রয়োজন । তবে পুজোর আগে শরীর ও মনের শুদ্ধির জন্য এদিন নিম ও হলুদ বাটা মাখার রীতি প্রচলিত রয়েছে । পুজোর স্থানে একটি পিঁড়ির ওপর সাদা কাপড় পেতে সরস্বতীর মূর্তি স্থাপন করুন । আপনার মূর্তি না থকালে ফোটোও রাখতে পারেন ৷ ঠাকুরের সামনে রাখুন জলভরা ঘট ও সাতটি আমপাতা ৷

পুজোর অপরদিকে রাখুন হলুদ, কুমকুম, চাল ও হলুদ রঙের নানান ফুল এবং বেলপাতা ৷ অবশ্যই পুজোর ফলের থালায় কুল রাখতে ভুলবেন না ৷ এই পুজোয় কুল হল উল্লেখযোগ্য প্রধাণ ফল ৷ এই পুজোর আগে কুল না খাওয়াই রীতি রয়েছে ৷ পুজোর শেষে অঞ্জলি শেষ কুলে কুল খাওয়া হয় ৷ আমের মুকুল, পলাশ ফুল অবশ্যই অর্পণ করবেন ।

এছাড়াও পুজোর পাশে পড়ার বই, ডায়েরি পেন ও বিভিন্ন বাদ্যযন্ত্র রাখুন ৷ সরস্বতী পুজোর মন্ত্রপাঠ পূর্ণ করে দেবীকে ভোগ নিবেদন করুন । এই পুজোয় পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি অত্যন্ত জনপ্রিয় । বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের দল বেঁধে অঞ্জলি দিতে দেখা যায় ।

রীতি অনুসারে সরস্বতী পুজোর কিছু জিনিস করা উচিত নয় ৷ যেমন- পুজোর দিন ভুলেও নখ কাটা ও চুল কাটা উচিত নয় ৷ কাউকে কু-কথা বলা উচিত নয় এছাড়াও কোনও গাছ কাটা উচিত নয় ৷

বাগদেবীর আরাধনায় মত্ত থাকে সাবাই ৷ স্কুলের ছাত্র ও ছাত্রীদের কাছে এ যেন এক আবেগের ৷ ঘরে ঘরে পূজিত হবেন বিদ্যা-বুদ্ধির দেবী মা সরস্বতী । বাড়িতে বাড়িতে চলছে সরস্বতী পুজোর আয়োজন । পুজোর প্যাণ্ডেল সাজানো থেকে শুরু করে জোগাড় ৷

স্কুল, কলেজ, যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, পাড়ায় যৌথ উদ্যোগে মণ্ডপ গড়ে দেবী সরস্বতীর পুজো করা হয় । এছাড়াও অনেক বাড়িতেই সরস্বতীর পুজো তো হয়ই ।

শাস্ত্রীয় বিধান অনুসারে, শ্রীপঞ্চমীর দিন সকালেই সরস্বতী পুজো সম্পন্ন করা হয় । এই পুজো সাধারণ পুজোর নিয়মানুসারেই হয় ।

পুজোর নিয়ম: সরস্বতী পুজোর দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পড়া প্রয়োজন । তবে পুজোর আগে শরীর ও মনের শুদ্ধির জন্য এদিন নিম ও হলুদ বাটা মাখার রীতি প্রচলিত রয়েছে । পুজোর স্থানে একটি পিঁড়ির ওপর সাদা কাপড় পেতে সরস্বতীর মূর্তি স্থাপন করুন । আপনার মূর্তি না থকালে ফোটোও রাখতে পারেন ৷ ঠাকুরের সামনে রাখুন জলভরা ঘট ও সাতটি আমপাতা ৷

পুজোর অপরদিকে রাখুন হলুদ, কুমকুম, চাল ও হলুদ রঙের নানান ফুল এবং বেলপাতা ৷ অবশ্যই পুজোর ফলের থালায় কুল রাখতে ভুলবেন না ৷ এই পুজোয় কুল হল উল্লেখযোগ্য প্রধাণ ফল ৷ এই পুজোর আগে কুল না খাওয়াই রীতি রয়েছে ৷ পুজোর শেষে অঞ্জলি শেষ কুলে কুল খাওয়া হয় ৷ আমের মুকুল, পলাশ ফুল অবশ্যই অর্পণ করবেন ।

এছাড়াও পুজোর পাশে পড়ার বই, ডায়েরি পেন ও বিভিন্ন বাদ্যযন্ত্র রাখুন ৷ সরস্বতী পুজোর মন্ত্রপাঠ পূর্ণ করে দেবীকে ভোগ নিবেদন করুন । এই পুজোয় পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি অত্যন্ত জনপ্রিয় । বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের দল বেঁধে অঞ্জলি দিতে দেখা যায় ।

রীতি অনুসারে সরস্বতী পুজোর কিছু জিনিস করা উচিত নয় ৷ যেমন- পুজোর দিন ভুলেও নখ কাটা ও চুল কাটা উচিত নয় ৷ কাউকে কু-কথা বলা উচিত নয় এছাড়াও কোনও গাছ কাটা উচিত নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.