দুর্গাপুর, 3 নভেম্বর: আজ ভাইফোঁটা। আর এই বিশেষ দিনেই বিপাকে পড়লেন দাদা। ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে বোনের বাড়ি যাওয়ার পথেই ব্যাগ থেকে নিমেষে উধাও সোনার গয়না। অভিযোগ, ব্যাগ থেকে গয়না চুরির মূলে রয়েছেন রহস্যময়ী এক নারী। তাঁর খোঁজে নামল দুর্গাপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, রানিগঞ্জ থেকে কাজল চৌধুরী ও তাঁর স্ত্রী সমাপ্তি চৌধুরী, দুই সন্তানকে নিয়ে দুর্গাপুরের প্রান্তিকা বাসস্টপে নামেন। ডাবের জল খাওয়ার পর তাঁর দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে বোনের বাড়িতে যাওয়ার জন্য একটি টোটোতে ওঠেন। হঠাৎ একজন মহিলাও টোটোতে উঠে পড়েন তাঁদের সঙ্গে। 'আপনি কেন টোটোতে উঠলেন'- জিজ্ঞাসা করতেই সেই মহিলা উধাও হয়ে যান বলে দাবি চৌধুরী পরিবারের। তখনই সমাপ্তি চৌধুরী তাঁর ব্যাগের চেন খুলে দেখেন লকেট দেওয়া সোনার চেন গায়েব ৷ সঙ্গে 100 টাকার নোটও মিলছে না।
দুর্গাপুর থানার এ-জোন ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। ওই মহিলার সন্ধানেও তল্লাশি শুরু করেছে। কাজল চৌধুরী নামের ওই ব্যক্তি বলেন, "হঠাৎ এই ধরনের ঘটনা ঘটে গেল। আমরা চরম আতঙ্কের মধ্যে আছি। আমার স্ত্রীর ওই গয়নার দাম প্রায় 70-75 হাজার টাকা।"
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায় জানান, অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যে টোটোতে ওই মহিলা উঠেছিলেন সেটির খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। দ্রুত ওই মহিলার সন্ধান মিলবে বলে তাঁর আশা। তবে ব্যস্ততম বাজার বেনাচিতি এলাকায় এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত শহরের মানুষ ৷ বোনের বাড়িতে ভাইফোঁটা নিতে এসে এভাবে গয়না চুরি যাবে এমন কথা ভাবতেও পারেননি চৌধুরী দম্পতি।