কলকাতা, 27 এপ্রিল:এবার গ্রীষ্মেও কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা । আবহাওয়াবিদরা তাদের দীর্ঘ অভিজ্ঞতায় এতদিন স্থায়ী তাপপ্রবাহ এবং শুকনো গরম দেখেননি। এবার গ্রীষ্মকালে শুকনো গরম বাতাস দক্ষিণবঙ্গে অবাধে প্রবেশ করছে। এই পরিস্থিতি চলতি মাসের বাকি ক’দিন চলবে। আজ 27 এপ্রিল শনিবার তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ।
এই পরিস্থিতিতে কালবৈশাখী উপশম হতে পারত। কিন্তু কালবৈশাখীর দেখা নেই। এমনকি কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হচ্ছে না । এই সময়ে গরম তাপের সঙ্গে সঙ্গে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ না করাতেই এই পরিস্থিতি । বাতাসে জলীয় বাষ্পের প্রচুর পরিমাণে উপস্থিতি হওয়ায় বিকেলের দিকে কালো মেঘ তৈরি হয়ে ৷ যার থেকে ঝড়-বৃষ্টি হয় ৷ যা কালবৈশাখী বলে পরিচিত। কিন্তু সেই চেনা ছবিটা দেখা যাচ্ছে না।
এই প্রসঙ্গেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, গরমকালে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পের যোগান দেয় বঙ্গোপসাগরে তৈরি বিপরীত ঘূর্ণাবর্ত বা উচ্চচাপ বলয়। এবার সেই উচ্চচাপ বলয় জমাট বাঁধতে পারছে না । ফলে বায়ুমণ্ডলের নীচের স্তরে আর্দ্রতা কম। ঝড়-বৃষ্টির মেঘ তৈরি হতে পারছে না। তার বদলে উত্তর এবং উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো বাতাস ঢুকছে। যা গরম বাড়ার অন্যতম কারণ।
গত দু’দিন ধরে কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও, শুক্রবার গরম সামান্য কমেছে। সর্বনিম্ন তাপমাত্রা 29.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি । বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 92 শতাংশ । সর্বনিম্ন 24 শতাংশ । আজ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
আরও পড়ুন:
- গর্ভাবস্থায় ডেঙ্গি ? বিপদ এড়িয়ে সুস্থ থাকার পথ বললেন চিকিৎসক
- কোন সময়ে সুগার টেস্ট করা উচিত ? জেনে নিন চিকিৎসকের মতামত
- শনিবারে শুভকাজ ! রাশি মিলিয়ে জেনে নিন শুভক্ষণ