কলকাতা, 13 সেপ্টেম্বর:আগামী মঙ্গলবার 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো । সাধারণত ওইদিন ছুটি থাকে বহু স্কুল, কলেজ ও অফিস । স্বাভাবিকের চেয়ে অনেক কম যাত্রী থাকে মেট্রোয় । তাই ওইদিন কম থাকছে মেট্রোর সংখ্যাও । 288টির পরিবর্তে সেদিন সারাদিনে চলবে 262টি মেট্রো । যার মধ্যে 131টি আপ ও 131টি ডাউন ।
- 17 সেপ্টেম্বর দিনের প্রথম মেট্রো পরিষেবার সময় :
দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 50 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে ।
মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে ৷ সময় অপরিবর্তিত থাকছে ।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টায় । সময় অপরিবর্তিত থাকছে ।
- 17 সেপ্টেম্বর দিনের শেষ মেট্রো পরিষেবার সময় :