পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্বকর্মা পুজোয় কমছে মেট্রোর সংখ্যা, রইল সব তথ্য - Metro Service on Vishwakarma Puja - METRO SERVICE ON VISHWAKARMA PUJA

Metro Service: বিশ্বকর্মা পুজো উপলক্ষে যাত্রী সংখ্যা কম থাকার সম্ভাবনা ৷ সেই কারণে মেট্রো পরিষেবা কমানোর ঘোষণা করল কলকাতা মেট্রো ৷

Kolkata Metro Service
কলকাতা মেট্রো (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2024, 11:09 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর:আগামী মঙ্গলবার 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো । সাধারণত ওইদিন ছুটি থাকে বহু স্কুল, কলেজ ও অফিস । স্বাভাবিকের চেয়ে অনেক কম যাত্রী থাকে মেট্রোয় । তাই ওইদিন কম থাকছে মেট্রোর সংখ্যাও । 288টির পরিবর্তে সেদিন সারাদিনে চলবে 262টি মেট্রো । যার মধ্যে 131টি আপ ও 131টি ডাউন ।

  • 17 সেপ্টেম্বর দিনের প্রথম মেট্রো পরিষেবার সময় :

দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 50 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে ।

মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে ৷ সময় অপরিবর্তিত থাকছে ।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টায় । সময় অপরিবর্তিত থাকছে ।

  • 17 সেপ্টেম্বর দিনের শেষ মেট্রো পরিষেবার সময় :

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 28 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে ।

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 30 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে ।

দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে ।

ব্লু লাইনে স্পেশাল নাইট মেট্রো সার্ভিস যথা সময়ে ছাড়বে । কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার স্পেশাল নাইট মেট্রো পাওয়া যাবে 10টা 40 মিনিটে ।

গ্রিন লাইন ওয়ান, গ্রিন লাইন টু, পার্পেল লাইন ও অরেঞ্জ লাইনে সময়ের কোনও পরিবর্তন বা পরিষেবার কোনও পরিবর্তন থাকছে না ।

ABOUT THE AUTHOR

...view details