কলকাতা, 9 অক্টোবর: জাস্টিস ফর আরজি কর ৷ এই স্লোগান তুলে তুই ত্রিধারা সম্মিলনী পুজো মণ্ডপের সামনে বেশ কয়েকজন প্রতিবাদী লিফলেট এবং স্লোগান তুললে তাদের আটক করে পুলিশ ৷ পুজো মণ্ডপের সামনে থেকেই বেশ কয়েকজনকে কলকাতা পুলিশের প্রিজেন্ট ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় লালবাজারে। যদিও লালবাজারে তরফে জানানো হয়েছে মোট 9 জনকে আটক করা হয়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক একউচ্চ পদস্থ পুলিশ আধিকারিক বলেন, "সংশ্লিষ্ট মণ্ডপ কর্তৃপক্ষের তরফ থেকে আমরা অভিযোগ পাই ৷ তারপর তাদের শান্তিভাবে সেখান থেকে সরে যেতে বলা হলেও তারা প্রতিবাদ করে। তাদেরকে সেখান থেকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় লালবাজারে।"
ত্রিধারা পুজো মণ্ডপে আরজি কর নিয়ে স্লোগান (ইটিভি ভারত) তাঁদের লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে, এ খবর পাওয়ার পর প্রতিবাদে ধর্মতলার অনশন মঞ্চ থেকে লালবাজারের উদ্দেশে মিছিল শুরু করেন জুনিয়র ডাক্তাররা। মিছিল আটকাতে আগেভাগেই বেন্টিং স্ট্রিটে ব্যারিকেড করে রাখে পুলিশ।
আটক 9 জনকে লালবাজারে আনা হলে, তাদেরকে ছাড়ানোর জন্য ইতিমধ্যেই সিনিয়র চিকিৎসকরা লালবাজারে পৌঁছেছেন। তবে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে কাটাকাটিতে জড়িয়ে পড়েন কলকাতা পুলিশের কর্তব্যরত অফিসাররা। তাঁদেরকে বেন্টিং স্ট্রিটে আটকে দেওয়া হয় ৷ সেখানেই পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন সিনিয়র চিকিৎসকরা।
আজকেই বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে লিফলেট বিলি এবং আরজি করের প্রতিবাদ কথা ছিল জুনিয়র চিকিৎসকদের একাংশের। তাই তাঁরা ম্যাডাক্স স্কোয়ার থেকে ত্রিধারা সম্মিলনীতে গিয়ে লিফলেট বিলি করেন ৷ পাশাপাশি আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ এসে তাঁদেরকে সেখান থেকে চলে যেতে বললেও, তাঁরা তা শোনেননি ৷ তারপরই পুলিশ তাঁদেরকে প্রিজেন্ট ভ্যানে তোলে ৷ তবে তাঁদেরকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে ৷