ETV Bharat / bharat

মহারাষ্ট্রে রাহুলের চপারে-ব্যাগে তল্লাশি চালাল কমিশন - ECI CHECKED BAG RAHUL GANDHI

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচারে এসে এবার তল্লাশির মুখে পড়লেন রাহুল। বিরোধী দনেতার হেলিকপ্টারের পাশাপাশি তাঁর ব্যাগেও চলে তল্লাশি।

ECI CHECKED BAG RAHUL GANDHI
রাহুলের চপারে, ব্যাগে তল্লাশি (নিজস্ব চিত্র)
author img

By PTI

Published : Nov 16, 2024, 5:18 PM IST

অমরাবতী, 16 নভেম্বর: ভোটের মুখে রাহুল গান্ধির হেলিকপ্টারে চলল তল্লাশি ৷ নির্বাচন কমিশনের আধিকারিকরা শনিবার মহারাষ্ট্রের অমরাবতী জেলার ধামনগাঁওতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির কপ্টারে রাখা ব্যাগে তল্লাশি চালান ৷ স্বভাবতই ভোটের মুখে বিরোধী শিবিরের অন্যতম প্রধান নেতার হেলিকপ্টার থেকে শুরু করে ব্যাগে তল্লাশি চলায় নতুন করে উত্তাল মহারাষ্ট্রের রাজনীতি।

আগামী 20 নভেম্বর এখানে বিধানসভা ভোট ৷ তার আগে একটি জনসভায় ভাষণ দিতে এসেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি। অমরাবতী জেলার আটটি বিধানসভা আসন আছে। এরমধ্যে ধামনগাঁও রেলওয়ের হেলিপ্যাডে তাঁর হেলিকপ্টার অবতরণ করে। প্রায় সঙ্গে সঙ্গে রাহুল গান্ধির ব্যাগ চেক করা হয় বলে খবর ৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেসের বিধায়ক যশোমতি ঠাকুর নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তাঁর প্রশ্ন, কেন নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কপ্টার বা ব্যাগ পরীক্ষা করছে না ? শুধুমাত্র বিরোধীদেরই কেন তল্লাশির মুখে পড়তে হচ্ছে ?

এর আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেরও ব্যাগেও তল্লাশি চলে ৷ ঠাকরে সেই সময় মোদি, শাহ, শিন্ডে এবং দেবেন্দ্র ফড়নবিশের ব্যাগ চেক না করার জন্য নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন। নিজের ফোনেই ধরে রাখেন তল্লাশির ভিডিয়ো।

যদিও এর আগে মহারাষ্ট্রের হিঙ্গোলিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চপারে কমিশনের আধিকারিকদের তল্লাশি চালান ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে ৷ ভিডিয়ো পোস্ট করেছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে কমিশনের তরফে জারি করা একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের ব্যাগেও তল্লাশি চালানো হচ্ছে ৷ নেতাদের ব্যাগ বা চপারে তল্লাশি চালানো নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত বলেও দাবি করেছে কমিশন ৷

অমরাবতী, 16 নভেম্বর: ভোটের মুখে রাহুল গান্ধির হেলিকপ্টারে চলল তল্লাশি ৷ নির্বাচন কমিশনের আধিকারিকরা শনিবার মহারাষ্ট্রের অমরাবতী জেলার ধামনগাঁওতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির কপ্টারে রাখা ব্যাগে তল্লাশি চালান ৷ স্বভাবতই ভোটের মুখে বিরোধী শিবিরের অন্যতম প্রধান নেতার হেলিকপ্টার থেকে শুরু করে ব্যাগে তল্লাশি চলায় নতুন করে উত্তাল মহারাষ্ট্রের রাজনীতি।

আগামী 20 নভেম্বর এখানে বিধানসভা ভোট ৷ তার আগে একটি জনসভায় ভাষণ দিতে এসেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি। অমরাবতী জেলার আটটি বিধানসভা আসন আছে। এরমধ্যে ধামনগাঁও রেলওয়ের হেলিপ্যাডে তাঁর হেলিকপ্টার অবতরণ করে। প্রায় সঙ্গে সঙ্গে রাহুল গান্ধির ব্যাগ চেক করা হয় বলে খবর ৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেসের বিধায়ক যশোমতি ঠাকুর নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তাঁর প্রশ্ন, কেন নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কপ্টার বা ব্যাগ পরীক্ষা করছে না ? শুধুমাত্র বিরোধীদেরই কেন তল্লাশির মুখে পড়তে হচ্ছে ?

এর আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেরও ব্যাগেও তল্লাশি চলে ৷ ঠাকরে সেই সময় মোদি, শাহ, শিন্ডে এবং দেবেন্দ্র ফড়নবিশের ব্যাগ চেক না করার জন্য নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন। নিজের ফোনেই ধরে রাখেন তল্লাশির ভিডিয়ো।

যদিও এর আগে মহারাষ্ট্রের হিঙ্গোলিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চপারে কমিশনের আধিকারিকদের তল্লাশি চালান ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে ৷ ভিডিয়ো পোস্ট করেছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে কমিশনের তরফে জারি করা একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের ব্যাগেও তল্লাশি চালানো হচ্ছে ৷ নেতাদের ব্যাগ বা চপারে তল্লাশি চালানো নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত বলেও দাবি করেছে কমিশন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.