ETV Bharat / state

12 বছর আগে স্ত্রীকে খুন, দোষী স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা আদালতের - LIFE IMPRISONMENT IN MURDER CASE

21 জন সাক্ষীর বয়ান ও তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত ৷ দোষী ব্যক্তিকে তাঁর স্ত্রীর খুনের ঘটনায় সাজা ঘোষণা করেছে আদালত ৷

Life Imprisonment in Murder Case
শিলিগুড়ি মহকুমার আদালত ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2024, 5:35 PM IST

শিলিগুড়ি, 16 নভেম্বর: স্ত্রীকে খুনের অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল শিলিগুড়ি মহকুমা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ ফাস্ট ট্র্যাক কোর্ট ৷ 12 বছর আগে স্ত্রী গায়েত্রী নায়েককে কুপিয়ে খুনের ঘটনায় নবীন নায়েককে দোষী সাব্যস্ত করেন বিচারক মৈনাক দাশগুপ্ত ৷ শুক্রবার তাঁর সাজা ঘোষণা করেছে আদালত ৷

এই মামলার বিচার প্রক্রিয়ায় মোট 21 জনের সাক্ষ্য গ্রহণ করা হয় ৷ বিচার প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক ৷ এ বিষয়ে সরকারি আইনজীবী সমীরণ সূত্রধর বলেন, "নবীন নৃশংসভাবে তার স্ত্রীকে খুন করেছিল ৷ পুলিশ ওই ঘর থেকে খুনে ব্যবহার করা অস্ত্র উদ্ধার করে ৷ গোটা ঘটনার তদন্ত করে পুলিশ একাধিক তথ্যপ্রমাণ আদালতে পেশ করেছে । যার ভিত্তিতে বিচারক নবীনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন ৷ পারিবারিক অশান্তির জেরেই স্ত্রীকে খুন করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷"

12 বছর আগের খুনের মামলায় দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের ৷ (ইটিভি ভারত)

প্রথম স্বামীর মৃত্যুর পর পেশায় গাড়ি চালক নবীন নায়েককে বিয়ে করেছিলেন গায়েত্রী ৷ তাঁর প্রথম স্বামীর পক্ষে দুই সন্তান ছিল ৷ যদিও, সন্তানদের সঙ্গে মহিলার কোনও সম্পর্ক ছিল না ৷ বিয়ের পর নবীন নায়েক, স্ত্রী গায়েত্রী নায়েককে নিয়ে শিলিগুড়ির কুমোরটুলি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ৷

সেখানে দু’জনের মধ্যে অশান্তি শুরু হয় ৷ কুমোরটুলির ভাড়া বাড়িতে 2012 সালের 26 জুন ভোররাতে নবীন স্ত্রীর উপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় ৷ গায়েত্রীর পেটে সেই অস্ত্র দিয়ে একাধিকবার কোপায় সে ৷ সেই সময় গায়েত্রীর চিৎকারে পাশের ঘরে থাকা বাড়ির মালিক এবং অন্যান্য ভাড়াটিয়ারা ছুটে যান ৷ যদিও, সেখান থেকে পালিয়ে গিয়েছিল নবীন ৷

এরপর শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে মহিলার দেহ উদ্ধার ও তদন্ত শুরু করে ৷ ঘটনার পর থেকে নবীন গা-ঢাকা দিয়েছিল ৷ পুলিশ খুনের ঘটনার তিনদিনের মাথায় শিলিগুড়ির এনটিএস মোড় এলাকা থেকে নবীনকে গ্রেফতার করেছিল ৷ এরপর ঘটনার তদন্ত শুরু হয় ৷ 12 বছর এই মামলার শুনানি ও বিচার প্রক্রিয়া শেষে নবীনকে দোষী সাব্যস্ত করে, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত ৷

শিলিগুড়ি, 16 নভেম্বর: স্ত্রীকে খুনের অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল শিলিগুড়ি মহকুমা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ ফাস্ট ট্র্যাক কোর্ট ৷ 12 বছর আগে স্ত্রী গায়েত্রী নায়েককে কুপিয়ে খুনের ঘটনায় নবীন নায়েককে দোষী সাব্যস্ত করেন বিচারক মৈনাক দাশগুপ্ত ৷ শুক্রবার তাঁর সাজা ঘোষণা করেছে আদালত ৷

এই মামলার বিচার প্রক্রিয়ায় মোট 21 জনের সাক্ষ্য গ্রহণ করা হয় ৷ বিচার প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক ৷ এ বিষয়ে সরকারি আইনজীবী সমীরণ সূত্রধর বলেন, "নবীন নৃশংসভাবে তার স্ত্রীকে খুন করেছিল ৷ পুলিশ ওই ঘর থেকে খুনে ব্যবহার করা অস্ত্র উদ্ধার করে ৷ গোটা ঘটনার তদন্ত করে পুলিশ একাধিক তথ্যপ্রমাণ আদালতে পেশ করেছে । যার ভিত্তিতে বিচারক নবীনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন ৷ পারিবারিক অশান্তির জেরেই স্ত্রীকে খুন করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷"

12 বছর আগের খুনের মামলায় দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের ৷ (ইটিভি ভারত)

প্রথম স্বামীর মৃত্যুর পর পেশায় গাড়ি চালক নবীন নায়েককে বিয়ে করেছিলেন গায়েত্রী ৷ তাঁর প্রথম স্বামীর পক্ষে দুই সন্তান ছিল ৷ যদিও, সন্তানদের সঙ্গে মহিলার কোনও সম্পর্ক ছিল না ৷ বিয়ের পর নবীন নায়েক, স্ত্রী গায়েত্রী নায়েককে নিয়ে শিলিগুড়ির কুমোরটুলি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ৷

সেখানে দু’জনের মধ্যে অশান্তি শুরু হয় ৷ কুমোরটুলির ভাড়া বাড়িতে 2012 সালের 26 জুন ভোররাতে নবীন স্ত্রীর উপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় ৷ গায়েত্রীর পেটে সেই অস্ত্র দিয়ে একাধিকবার কোপায় সে ৷ সেই সময় গায়েত্রীর চিৎকারে পাশের ঘরে থাকা বাড়ির মালিক এবং অন্যান্য ভাড়াটিয়ারা ছুটে যান ৷ যদিও, সেখান থেকে পালিয়ে গিয়েছিল নবীন ৷

এরপর শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে মহিলার দেহ উদ্ধার ও তদন্ত শুরু করে ৷ ঘটনার পর থেকে নবীন গা-ঢাকা দিয়েছিল ৷ পুলিশ খুনের ঘটনার তিনদিনের মাথায় শিলিগুড়ির এনটিএস মোড় এলাকা থেকে নবীনকে গ্রেফতার করেছিল ৷ এরপর ঘটনার তদন্ত শুরু হয় ৷ 12 বছর এই মামলার শুনানি ও বিচার প্রক্রিয়া শেষে নবীনকে দোষী সাব্যস্ত করে, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.