ETV Bharat / sports

চোটের কবলে আরও এক, আঙুলে চিড় ধরায় প্রথম টেস্টে প্রবল অনিশ্চিত গিল - BORDER GAVASKAR TROPHY

চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়া সফরে গিয়ে চোটের কবলে শুভমন গিল ৷ অবস্থা এমনই যে, সম্ভবত প্রথম টেস্টে নেই তিনি ৷

SHUBMAN GILL
শুভমন গিল (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 16, 2024, 5:49 PM IST

পারথ, 16 নভেম্বর: স্টার্ক-কামিন্সদের স্য়ুইং কিংবা বাউন্সার সামলানোর আগে অস্ট্রেলিয়া পৌঁছে ভারতীয় ক্রিকেটারদের লড়তে হচ্ছে চোটের সঙ্গে ৷ অজিভূমে পা রাখার পর এই নিয়ে চতুর্থ ভারতীয় ব্যাটার চোটের কবলে পড়লেন ৷ আগে চোট পেয়েছিলেন সরফরাজ খান, বিরাট কোহলি ও কেএল রাহুল ৷ আর শনিবার গা-ঘামানো ম্য়াচে চোট পেলেন শুভমন গিল ৷ চোট এতটাই গুরুতর যে, পারথে প্রথম টেস্ট নাও খেলা হতে পারে এই ব্যাটারের ৷

রাহুলের মত এদিন ইন্ট্রা-স্কোয়াড ম্য়াচ চলাকালীন চোটের কবলে পড়েন গিল ৷ ম্যাচের দ্বিতীয়দিন স্লিপে ক্য়াচ ধরতে গিয়ে বিপত্তি বাঁধান পঞ্জাব ক্রিকেটার ৷ টাইমস অফ ইন্ডিয়ার জানা গিয়েছে, বুড়ো আঙুলে চিড় ধরেছে শুভমন গিল ৷ যা অবস্থা তাতে, দ্বিতীয় টেস্টের আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম ৷

সূত্রকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়ায় লেখা হয়েছে, "শুভমন গিল আহত হয়েছেন ৷ তাঁর বুড়ো আঙুলে চিড় ধরেছে ৷ মাঠে মেডিক্যাল টিমের শুশ্রূষার পর গিলকে স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয় ৷ স্ক্যানের রিপোর্টে দেখা যায়, তাঁর আঙুলে চিড় ধরেছে ৷ ফলত প্রথম টেস্টে গিলের মাঠে নামা তীব্র অনিশ্চিত ৷ যদিও দ্বিতীয় টেস্টের আগে সে সুস্থ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷" যদিও দিনতিনেক পর চূড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হবে বলেই বিভিন্ন রিপোর্টে প্রকাশ ৷ তবে গিলের চোটে পারথ টেস্টের আগে ভারতীয় শিবিরে উদ্বেগ ৷

স্ত্রী রীতিকা সাজদে শুক্রবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৷ তবু রোহিত শর্মাকে পারথ টেস্টে পাওয়া যাবে কি না, সে ব্য়াপারে নিশ্চয়তা নেই ৷ এমতাবস্থায় গিলকে না-পাওয়া গেলে ব্য়াটিং অর্ডার যে ঢেলে সাজাতে হবে, তা বলাই বাহুল্য ৷ শুক্রবার ব্যাটিংয়ের সময় লাফিয়ে ওঠা বলে কনুইয়ে চোট পেয়েছিলেন কেএল রাহুল ৷ প্রাথমিকভাবে তাঁকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হলেও পরে জানা যায়, রাহুলের চোট গুরুতর নয় ৷

বিরাটও বৃহস্পতিবার অনুশীলনের সময় চোট পেয়েছিলেন ৷ স্ক্য়ান রিপোর্টের পর দুশ্চিন্তা দূর হয় ৷ তারও আগে অনুশীলনে চোট পেয়েছিলেন সরফরাজ খান ৷ যা আঁচ করা যাচ্ছে তাতে গিলের চোট সবচেয়ে গুরুতর ৷ এখন দেখার, পারথে প্রথম টেস্ট শুরুর আগে কীভাবে এই ধাক্কা কাটিয়ে ওঠে ভারত ৷

পারথ, 16 নভেম্বর: স্টার্ক-কামিন্সদের স্য়ুইং কিংবা বাউন্সার সামলানোর আগে অস্ট্রেলিয়া পৌঁছে ভারতীয় ক্রিকেটারদের লড়তে হচ্ছে চোটের সঙ্গে ৷ অজিভূমে পা রাখার পর এই নিয়ে চতুর্থ ভারতীয় ব্যাটার চোটের কবলে পড়লেন ৷ আগে চোট পেয়েছিলেন সরফরাজ খান, বিরাট কোহলি ও কেএল রাহুল ৷ আর শনিবার গা-ঘামানো ম্য়াচে চোট পেলেন শুভমন গিল ৷ চোট এতটাই গুরুতর যে, পারথে প্রথম টেস্ট নাও খেলা হতে পারে এই ব্যাটারের ৷

রাহুলের মত এদিন ইন্ট্রা-স্কোয়াড ম্য়াচ চলাকালীন চোটের কবলে পড়েন গিল ৷ ম্যাচের দ্বিতীয়দিন স্লিপে ক্য়াচ ধরতে গিয়ে বিপত্তি বাঁধান পঞ্জাব ক্রিকেটার ৷ টাইমস অফ ইন্ডিয়ার জানা গিয়েছে, বুড়ো আঙুলে চিড় ধরেছে শুভমন গিল ৷ যা অবস্থা তাতে, দ্বিতীয় টেস্টের আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম ৷

সূত্রকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়ায় লেখা হয়েছে, "শুভমন গিল আহত হয়েছেন ৷ তাঁর বুড়ো আঙুলে চিড় ধরেছে ৷ মাঠে মেডিক্যাল টিমের শুশ্রূষার পর গিলকে স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয় ৷ স্ক্যানের রিপোর্টে দেখা যায়, তাঁর আঙুলে চিড় ধরেছে ৷ ফলত প্রথম টেস্টে গিলের মাঠে নামা তীব্র অনিশ্চিত ৷ যদিও দ্বিতীয় টেস্টের আগে সে সুস্থ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷" যদিও দিনতিনেক পর চূড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হবে বলেই বিভিন্ন রিপোর্টে প্রকাশ ৷ তবে গিলের চোটে পারথ টেস্টের আগে ভারতীয় শিবিরে উদ্বেগ ৷

স্ত্রী রীতিকা সাজদে শুক্রবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৷ তবু রোহিত শর্মাকে পারথ টেস্টে পাওয়া যাবে কি না, সে ব্য়াপারে নিশ্চয়তা নেই ৷ এমতাবস্থায় গিলকে না-পাওয়া গেলে ব্য়াটিং অর্ডার যে ঢেলে সাজাতে হবে, তা বলাই বাহুল্য ৷ শুক্রবার ব্যাটিংয়ের সময় লাফিয়ে ওঠা বলে কনুইয়ে চোট পেয়েছিলেন কেএল রাহুল ৷ প্রাথমিকভাবে তাঁকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হলেও পরে জানা যায়, রাহুলের চোট গুরুতর নয় ৷

বিরাটও বৃহস্পতিবার অনুশীলনের সময় চোট পেয়েছিলেন ৷ স্ক্য়ান রিপোর্টের পর দুশ্চিন্তা দূর হয় ৷ তারও আগে অনুশীলনে চোট পেয়েছিলেন সরফরাজ খান ৷ যা আঁচ করা যাচ্ছে তাতে গিলের চোট সবচেয়ে গুরুতর ৷ এখন দেখার, পারথে প্রথম টেস্ট শুরুর আগে কীভাবে এই ধাক্কা কাটিয়ে ওঠে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.