পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অর্জুন 'ঘনিষ্ঠ' বিজেপি নেতার গাড়িতে গুলি-কাণ্ডের তদন্তে ভাটপাড়ায় এনআইএ - NIA VISITS BHATPARA

অর্জুন সিং 'ঘনিষ্ঠ' বিজেপি নেতার গাড়িতে বোমা ও গুলি চালানোর ঘটনার তদন্তে আজ ভাটপাড়ায় যায় এনআইএ দল ৷ সঙ্গে ছিল কেন্দ্রীয় ফরেন্সিক টিম ৷

ETV BHARAT
ভাটপাড়ায় তদন্তে এনআইএ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2024, 7:54 PM IST

কলকাতা, 28 অক্টোবর: রাজ্যে ফের এল এনআইএ ৷ অর্জুন সিং-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়িতে বোমা ও গুলি চালানোর ঘটনার তদন্তে আজ ভাটপাড়ায় যায় এনআইএ-র দল ৷ তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় ফরেন্সিক টিমও ৷

গত 28 অগস্ট বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটে । সেই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । ঘটনার মুহূর্তে বিজেপি নেতার গাড়ির সামনে দুষ্কৃতীদের গুলি চালানোর হাড়হিম ফুটেজও প্রকাশ্য়ে আসে, যা রাজ্যজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল ।

সেই ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই আঙুল তুলেছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং ৷ তিনি অভিযোগ করেন, তৃণমূলের পদাধিকারীদের নির্দেশেই প্রিয়াঙ্গু পাণ্ডেকে খতম করার চক্রান্ত করেছিল দুষ্কৃতীরা । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, এই ঘটনার তদন্ত করবে জাতীয় তদন্তকারী সংস্থা । প্রথমে এই ঘটনার তদন্তে নামে রাজ্য পুলিশ । পরে সেই ঘটনার তদন্ত শুরু করেন এনআইএ-র তদন্তকারীরা ।

সেই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ । এবার ঘটনার দিন যে গাড়িটি লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, সেই গাড়িটি খতিয়ে দেখতে ভাটপাড়া থানায় উপস্থিত হলেন কেন্দ্রীয় ফরেনসিক টিমের সদস্যরা । এদিন এনআইএ-এর সদস্যদের সঙ্গে আসেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও । এমনকি ভাটপাড়া থানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে ডেকে পাঠানো হয় বিজেপি নেতা প্রিয়াংঙ্গু পাণ্ডেকেও । তাঁর সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় তদন্তকারীরা ।

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযান করেছিল 'ছাত্র সমাজ' নামে একটি মঞ্চ । অভিযোগ, সেদিন পুলিশের সঙ্গে নবান্ন অভিযানকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন । পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হলে কাঁদানে গ্যাস ও জলকামান ছোড়ে পুলিশ ৷ এই ঘটনার প্রতিবাদে গত 28 অগস্ট বাংলা বন্‌ধ ডেকেছিল বিজেপি । সেই দিনই ভাটপাড়ায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দুই বিজেপি নেতা রবি সিংহ এবং প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য বোমা-গুলি চালানোর অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে । অর্জুন সিং অভিযোগ করেছিলেন যে, তাঁর দলের নেতার গাড়ি লক্ষ্য করে অন্তত ছ'রাউন্ড গুলি চালানো হয়েছে । তাতে জখম হয়েছেন দুই বিজেপি নেতা-সহ তিনজন ।

ABOUT THE AUTHOR

...view details