পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তিলোত্তমার মুকুটে নয়া পালক, ভ্রমণের সেরা কুড়িতে শহর কলকাতা - MAMATA BANERJEE

শহরের মুকুটে তিন স্বীকৃতি ৷ রাজ্যবাসীর সঙ্গে ভাগ করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

MAMATA BANERJEE
শহরের মুকুটে তিন স্বীকৃতি (সৌ: ফেসবুক)

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2024, 3:14 PM IST

কলকাতা, 28 অক্টোবর: একদা ছিল মিছিলনগরী। একটু একটু করে বদলে যাচ্ছে কলকাতা। যত সময় যাচ্ছে এ শহর হচ্ছে আধুনিক থেকে আধুনিকতর। দেশের তো বটেই, এই মুহূর্তে কলকাতা বিশ্বের কাছেও দ্রুত উন্নয়নশীল একটা শহরের নাম। আর এসব বক্তব্য শুধু কথার কথা নয়, একের পর এক আন্তর্জাতিক স্বীকৃতি কলকাতাতে আরও একবার সংবাদ শিরোনামে নিয়ে এসেছে। সোমবার এমনই একটি সুখবর রাজ্যবাসীর সঙ্গে ভাগ করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, "বিভিন্ন মঞ্চ থেকে আমাদের প্রিয় শহরকে দেওয়া স্বীকৃতি আদতে অত্যন্ত গর্বের বিষয়।" এদিন মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "ভ্রমণ এবং অবসর বিনোদনের ক্ষেত্রে বিশ্বের মধ্যে অন্যতম প্রথম সারির শহর কলকাতা (তালিকায় 19 নম্বর স্থানে রয়েছে কলকাতা)। একইভাবে বিশ্বের দ্রুত উন্নয়নশীল শহরগুলির মধ্যে কলকাতার অবস্থান 11। একই সঙ্গে, সেরা এয়ার কোয়ালিটির নিরিখে দিল্লি আইআইটি তথ্য বলছে, কলকাতা বিশ্বের মধ্যে দ্বিতীয় (গত মে মাসে AQI বিশ্বের দ্বিতীয় সেরা মেট্রো শহর)।"

শহরের মুকুটে তিন স্বীকৃতি (সৌ: ফেসবুক)

মুখ্যমন্ত্রী আরও লিখছেন, "কলকাতা বাস্তবিকই উন্নতির আলোকবর্তীকা হিসেবে উঠে আসছে। এই স্বীকৃতি এসেছে এই পথ ধরে, এই শহরের মানুষ ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন বজায় রেখেই এগিয়ে চলেছে। তাদের হাতে হাতে এই উন্নয়ন এবং সচেতনতা সঙ্গী না-হলে এই স্বীকৃতি সম্ভব ছিল না। আমরা সকলে মিলে এমন একটা শহর তৈরি করেছি, যে তার ঐতিহ্যকে সম্মান করে, উন্নয়নের সঙ্গে এগিয়ে যায় এবং যারা পরিবেশকে যত্ন নেয়।"

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, আরও উজ্জ্বল, স্বাস্থ্যকর এবং আরও সমৃদ্ধ কলকাতার জন্য একসঙ্গে কাজ চালিয়ে যেতে হবে। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে এই শহর একটানা আন্দোলনের ছবি দেখেছে। আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে টানা আন্দোলন অতীতের মিছিল একরকম মনে করিয়ে দিয়েছিল ৷ একটা সময় এটাই কলকাতার পরিচয় হয়ে উঠেছিল। সময়ের সঙ্গে সঙ্গে এই শহরও বদলাচ্ছে। বদলে গিয়েছে তার প্রমাণ এই স্বীকৃতি, এমনটাই বলছেন এক প্রশাসনের কর্তা। তাঁর কথায়, "উন্নয়ন এবং সঠিক পরিকল্পনা না থাকলে আন্তর্জাতিক স্তরে শহর কলকাতার এই স্বীকৃতি কোনওভাবেই পাওয়া সম্ভব ছিল না।" তিনি মনে করছেন, সবটাই সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই।

ABOUT THE AUTHOR

...view details