পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিয়ম মেনে শঙ্খধ্বনিতে নেতাজির জন্মজয়ন্তী পালন পৈতৃক ভিটে কোদালিয়ায় - সুভাষচন্দ্র বসু

Netaji 128th Birth Anniversary: সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে কোদালিয়া ৷ সেখানে আজ সারাদিন ধরেই নানান অনুষ্ঠানের মাধ্যমে নেতাজির 128তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে ৷ খুলে দেওয়া হয়েছে মিউজিয়ামও ৷ তবে নির্দিষ্ট সময়েই খোলা থাকবে নেতাজি মিউজিয়াম ৷

Netaji birth anniversary
নেতাজির জন্মজয়ন্তী

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 10:21 PM IST

নেতাজির জন্মজয়ন্তী পালন পৈতৃক ভিটে কোদালিয়ায়

সুভাষগ্রাম, 23 জানুয়ারি: আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী ৷ প্রত্যেকবারের মতো এবারও নিয়ম মেনে দুপুর 12.15 মিনিট শঙ্খধ্বনির মাধ্যমে পৈতৃক ভিটে কৌদালিয়ায় পালিত হল নেতাজির জন্মদিন ৷ দুপুর 12.15 মিনিটে জন্ম হয়েছিল নেতাজির ৷ তাই এই সময়ে শঙ্খ বাজান এলাকার মহিলারা ৷ সকাল 9টায় নেতাজি কৃষ্টি কেন্দ্রের পক্ষ থেকে সুভাষচন্দ্র বসুর বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । 23 জানুয়ারি সারাদিন ধরেই নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই বাড়িতে ৷ পাশাপাশি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে নেতাজি মিউজিয়ামও ৷ আজ এবং 26 জানুয়ারি সকাল 10 থেকে 12টা , দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে নেতাজি মিউজিয়াম ৷

নেতাজি কৃষ্টি কেন্দ্রের সম্পাদক পল্লবকুমার দাস বলেন, "কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে ৷ সকাল থেকেই এখানে নানান অনুষ্ঠানের মাধ্যমে নেতাজি কৃষ্টি কেন্দ্রের পক্ষ থেকে সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করা হচ্ছে । মিউজিয়ামও খুলে দেওয়া হয়েছে সাধারণের জন্য । নেতাজির ব্যবহার করা বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে বই, খাতা, চেয়ার সমস্তটাই দেখতে পাবে আগত দর্শকেরা ।" সোনারপুরের পরবর্তী স্টেশন সুভাষগ্রাম । সেখান থেকে রিকশা, অটো করে দু'কিলোমিটার পথ গেলেই সুভাষচন্দ্রের জন্মভিটে কোদালিয়া । ইতিমধ্যে সকাল থেকে এই বাড়িতে ভিড় জমিয়েছেন বিভিন্ন প্রান্তের হাজারও মানুষ ৷

নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মীয় বলে দাবি করে বেলা বসু জানান, তিনি প্রত্যেক বছর এই দিনটিতে নেতাজির জন্মভিটেতে আসেন । এ বছরও তার ব্যতিক্রম হয়নি ৷ তিনি বলেন, "নেতাজি সুভাষচন্দ্র বসু আমার আত্মীয় হয় । প্রতি বছর দুর্গাপুজোর পর নেতাজি সুভাষচন্দ্র বসু দেশপ্রিয় পার্কে আমাদের বাড়িতে বিজয় দশমীর প্রণাম সারতে যেতেন । নেতাজির সঙ্গে আমাদের পরিবারের সদস্যদের বহু ছবিও রয়েছে । রাজ্য সরকারের উদ্যোগে কোদালিয়ায় নেতাজির পৈতৃক ভিটেতে সংস্কারের কাজ করা হয়েছে ৷ কিন্তু আরও সংস্কার ও সংরক্ষণের প্রয়োজন রয়েছে ।"

শুভম সাহা নামে এক ছাত্র বলেন, "নেতাজি আমাদের দেশের মহান নায়ক ৷ নেতাজির পৈতৃক ভিটেতে এসে তাঁর ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র দেখে আমি গর্বিত ৷ নেতাজি আমাদের দেশের গর্ব, বাঙালির গর্ব ।"

আরও পড়ুন:

  1. নেতাজি-রহস্য উদঘাটন থেকে জাতীয় ছুটি, কেন্দ্রকে আক্রমণ মমতার
  2. 127 তম জন্ম দিবসে নেতাজিকে শ্রদ্ধা রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীর
  3. রাম মন্দির উদ্বোধনে ছুটি, নেতাজির জন্মদিনে পরীক্ষা; আক্ষেপ বিশ্বভারতীর পড়ুয়া-অধ্যাপকদের

ABOUT THE AUTHOR

...view details