কলকাতা, 21 জুন: পরীক্ষা কেন্দ্রে ছেঁড়া ওএমআর শিট দেওয়ার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ নিট পরীক্ষার্থী। যে মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট নির্দেশ দিয়েছেন, আসল ওএমআর শিট এবং সিসিটিভি ফুটেজ এক বছরের জন্য সংরক্ষণ করতে হবে।
এরই পাশাপাশি বিচারপতি সেনগুপ্তর পর্যবেক্ষণে জানান, পুনরায় ওই পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। এই অবস্থায় হাইকোর্ট কোনও আলাদা নির্দেশ দেবে না। মামলাকারী প্রয়োজন মনে করলে শনিবার শীর্ষ আদালতে যেতে পারবেন। কারণ, হিসেবে হাইকোর্টের পর্যবেক্ষণ, রবিবার সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রেস নম্বর পেয়েছেন এমন 1563 জন পরীক্ষার্থীর পুনরায় পরীক্ষা নেওয়া হচ্ছে। হাইকোর্টের আরও পর্যবেক্ষণ, পরীক্ষা কেন্দ্রে মামলাকারী তথা পরীক্ষার্থীর সময় নষ্ট করা হয়েছে ৷ এই নিয়ে কোনও সন্দেহ নেই। এতে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও আদালত মনে করছে ৷