কলকাতা, 8 এপ্রিল: জোটের জট কেটে গিয়েছে ৷ এখন 'একলা চলো' পন্থাই বেছে নিয়েছে আইএসএফ ৷ এবার কংগ্রেস, আইএসএফকে রাজনৈতিক আবর্জনা বলে চরম আক্রমণ ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের। কংগ্রেসের সঙ্গে সিপিএম ছাড়া কোনও বাম শরিক জোট করেনি বলেও তাঁর দাবি।
এরপরই নাম না করে কংগ্রেস ও আইএসএফ-দুই দলকে রাজনৈতিক আবর্জনা বলে আক্রমণ করেন তিনি। নিজেদের দলের অবস্থান স্পষ্ট করে বলেন, "কোচবিহার লোকসভা কেন্দ্রে কংগ্রেস নাটক করছে। করুক। তবে সেই লোকসভা আসনের সঙ্গেই বারাসত ও পুরুলিয়া দুই কেন্দ্রে লড়াই করব আমরা।" তাঁর দাবি, সিপিএম ছাড়া বামফ্রন্টের কোনও শরিকের সঙ্গে কংগ্রেস আলোচনায় বসেনি ৷ ফলে আসন সমঝোতাও হয়নি।
তিনি বিজেপি, তৃণমূল ও কংগ্রেসকে এক সারিতেই দাঁড় করান। তিনি ইঙ্গিত দেন যেখানে বামফ্রন্ট প্রার্থী নেই সেখানে সিপিআইএমএল বা এসইউসিআই মতো দলকে তাঁরা সমর্থন দেবেন। তাঁর মতে, বাংলার মানুষ এখনও চান বামপন্থীরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করুক। রাজ্যের মানুষ বামপন্থীদের বিশ্বাস করেন। বাম শক্তি বাড়ানোর বদলে চারটি 'রাজনৈতিক আবর্জনা' আনায় বিশ্বাস করেন না।
পাশাপশি যেখানে বামফ্রন্টের প্রার্থী নেই সেই সব আসনে অন্য বামদলগুলির প্রার্থীদের সমর্থনের কথা জানান তিনি। তিনটি লোকসভা কেন্দ্র কোচবিহার, বারাসত, পুরুলিয়া তারা লড়াই করবেন বলেও তিনি জানান। এদিন দলের রাজ্য দফতর হেমন্ত বসু ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন নরেন।