পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবান্ন যেন দুর্ভেদ্য দুর্গ, নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যেই প্রধান প্রশাসনিক ভবনে মুখ্যমন্ত্রী - Nabanna Security - NABANNA SECURITY

Nabanna Security Tightened amid Student Movement: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে মঙ্গলবার নবান্ন অভিযান হয় ৷ সেই অভিযানের জন্য সকাল থেকে নবান্নের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয় ৷ তার মধ্যেও নবান্নে গিয়ে স্বাভাবিক নিয়মে প্রশাসনিক কাজ সেরেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Nabanna Security Tightened amid Student Movement
নবান্ন যেন দুর্ভেদ্য দুর্গ, নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যেই প্রধান প্রশাসনিক ভবনে মুখ্যমন্ত্রী (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 2:07 PM IST

Updated : Aug 27, 2024, 2:52 PM IST

কলকাতা, 27 অগস্ট: নবান্ন যেন দুর্ভেদ্য দুর্গ । মঙ্গলবার সকাল 8টা থেকেই নবান্ন ও তার সংযোগকারী সমস্ত রাস্তা ছিল পুলিশের দখলে । এর মধ্যেই এ দিন পৌনে 11টা নাগাদ নবান্নে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর অন্যান্যদিনের মতো স্বাভাবিক নিয়মেই প্রশাসনিক কাজ সেরেছেন তিনি ৷

উল্লেখ্য, এ দিন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে এক সংগঠনের তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় । আর সেই নবান্ন অভিযানকে ব্যর্থ করতে তৎপর ছিল পুলিশ । তাই স্বয়ং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের নেতৃত্বে পুলিশকে নিরাপত্তা নিশ্চিত করা হয় রাজ্য প্রশাসনের প্রধান প্রশাসনিক ভবনের ।

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অভিযান ঘিরে নবান্নে কড়া নিরাপত্তা (নিজস্ব চিত্র)

ছাত্র সমাজের মূল কর্মসূচি শুরু হয় দুপুর 1টা নাগাদ ৷ তবে নবান্নকে সুরক্ষিত করার প্রয়াস দেখা গিয়েছে সকাল থেকেই । ইতিমধ্যেই রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই নবান্ন অভিযান বেআইনি । কিন্তু তার পরও নবান্নতে সুরক্ষিত রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে । নবান্নের সামনে লাঠিধারী পুলিশের সঙ্গে মোতায়েন করা হয় র‍্যাফ, কমব্যাট ফোর্স । প্রস্তুত রাখা হয় কাঁদানে গ্যাসের শেল । দুর্গের মতো ঘিরে ফেলা হয় নবান্নের চারপাশ ।

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অভিযান ঘিরে নবান্নে কড়া নিরাপত্তা (নিজস্ব চিত্র)
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অভিযান ঘিরে নবান্নে কড়া নিরাপত্তা (নিজস্ব চিত্র)

নবান্ন এলাকায় পাঁচশোরও বেশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে । ওই এলাকায় বাড়িতে বাড়িতেও থাকছে নজরদারি, যাতে অযাচিত কোনও ব্যক্তি কোনোভাবেই প্রবেশ করতে না পারে । এ দিন নবান্নের দিকে আসার চেষ্টা হলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । বৈধ আই কার্ড ছাড়া নবান্ন অভিমুখে কাউকেই ছাড়া হচ্ছে না । নবান্ন ও আশেপাশে 163 ধারা জারি রয়েছে ।

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অভিযান ঘিরে নবান্নে কড়া নিরাপত্তা (নিজস্ব চিত্র)

নতুন গাড়ি ওই এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না । বৈধ কারণ দেখাতে পারলে তবেই মিলছে প্রবেশের অনুমতি । এমনকি নবান্নে আসে কর্মীদের তিন দফায় পরিচয়পত্র দেখে, ব্যাগ পরীক্ষা করে তবেই প্রবেশের অনুমতি দেওয়া হয় ।

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অভিযান ঘিরে নবান্নে কড়া নিরাপত্তা (নিজস্ব চিত্র)
Last Updated : Aug 27, 2024, 2:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details