মুর্শিদাবাদ, 19 অক্টোবর: এক যুবকের 'রহস্য মৃত্যু'র তদন্ত করতে গিয়েছিলেন পুলিশ কর্মীরা ৷ এলাকায় গিয়ে রীতিমতো চমকে গেলেন তাঁরা ৷ ওই মৃত্যুর তদন্তে নেমে উদ্ধার হল 85টি তাজা সকেট বোমা ৷ ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদেরডোমকলের মেহেদীপাড়া এলাকায় ৷
ঘটনার সূত্রপাত বুধবার ৷ দেশি বোমা বাঁধতে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পান ডোমকল থানার পুলিশ ৷ মৃত ব্যক্তির নাম মোমিন মণ্ডল ৷ ঘটনার তদন্ত করতে এলাকায় যান পুলিশ কর্মীরা ৷ শুরু হয় তল্লাশি ৷ চোরপাড়া এলাকায় তল্লাশি করার সময় 85টি তাজা সকেট বোমা উদ্ধার করেন তাঁরা ৷ এই বিপুল সংখ্যক সকেট বোমা দেখে চমকে যান ঘটনার তদন্তে আসা পুলিশকর্মীরা ৷
শুক্রবার ঘটনার তদন্তের জন্য ডেকে পাঠানো হয় 'বোম ডিটেকশন টিম'কে ৷ এলাকায় বিপুল পরিমাণ বোমা কোথা থেকে এল ? এলাকায় আরও বোমা বা বারুদ মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখেন তাঁরা ৷ তবে ডোমকলে একসঙ্গে এতো তাজা সকেট বোমা উদ্ধার হওয়ায় নড়ে চড়ে বসেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ-প্রশাসন ।
এদিকে মৃতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে দেশি বোমা বাঁধার কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷ এই কাজে তাঁর সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে ঘটনাটি সঠিক কোন জায়গায় হয়েছে, তা নিয়ে এখনও দ্বন্দ্বে পুলিশ ৷ প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান, যে এলাকায় দেহটি পাওয়া গিয়েছে, সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেনি । অন্য কোনও জায়গায় বোমা তৈরির সময় বিস্ফোরণের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে । তারপর রাতের অন্ধকারে দেহটি মেহেদীপাড়া এলাকায় ফেলে রেখে গিয়েছে ।