কলকাতা, 24 মে: সরোবরের জমি লিজ দেওয়ার বিরুদ্ধে এবার পরিবেশ আদালতের দ্বারস্থ প্রাতঃভ্রমণকারী থেকে শুরু করে পরিবেশ কর্মীরা ৷ দক্ষিণ কলকাতার অন্যতম ফুসফুস রবীন্দ্র সরোবরের ফাঁকা জমি লিজ দেওয়া হচ্ছে একটি বেসরকারি সংস্থাকে। সেখানে সেলিব্রিটি ক্রিকেট লিগের অনুশীলন হবে বলে জানা গিয়েছে। আর কেএমডিএ-র এই সিদ্ধান্তে বেজায় চটেছেন সরোবরে আসা প্রাতঃ ভ্রমণকারী থেকে শুরু করে পরিবেশ আন্দোলনের কর্মীরা। ওই ফাঁকা জমি লিজ না দিয়ে সেখানে শহুরে বনায়নের দাবিও তুলেছেন তাঁরা।
তবে এবার আর আবেদন নয়, একেবারে সোজা ওই জমি লিজ দেওয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন তাঁরা। জাতীয় পরিবেশ আদালতে মামলা দায়ের করা হল এই বিষয়ে। কলকাতারে দূষণের মাত্রা লাগামহীনভাবে বেড়েছে। সেখানে সবুজের আচ্ছাদন বহুলাংশে কমতে কমতে প্রায় তলানিতে এসে ঠেকেছে। জনবহুল শহরে পা রাখার জায়গা না থাকায় সেখানে পরিকল্পনা করে শহুরে বনায়ন করা যায়নি জায়গার অভাবে। তবে সম্প্রতি সরোবরের কয়েক বিঘা জমি একটি ক্লাবকে লিজ দেওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ কর্মীদের একাংশ ৷ তাদের দাবি, ওই বিরাট এলাকার জমি ব্যবহার করা হোক শহুরে বনায়নের জন্য। তাহলে বায়ু দূষণ ওই এলাকায় আরও খানিক কম হবে। বাড়বে গাছের সংখ্যাও ৷