জলপাইগুড়ি, 28 এপ্রিল:বাড়ি থেকে খাবার বানিয়ে সকাল সাতটায় চা বাগানের কাজ যোগ দেন চা শ্রমিকরা।সারাদিন পাতা তোলার কাজে ব্যস্ত থাকেন ৷ দীর্ঘ পরিশ্রমের পর যখন দুপুরের খাবার খেতে গেলেন, তখনই বুঝলেন অঘটন ঘটেছে ! টিফিন-সহ টিফিন বক্স উধাও ৷ প্রথম দিকে অবাক হলেও, পরে বোঝা যায় এটি বাঁদরের কীর্তি ! চা শ্রমিকদের না থাকার সুযোগে খাবারের ব্যাগ নিয়ে চম্পট দিচ্ছে এক দল বাঁদর । তাদের অত্যাচারে অতিষ্ঠ ডুয়ার্সের চা শ্রমিকরা।
শুধুমাত্রা চা বাগান নয়, খাবারের সন্ধানে লোকালয়েও চলে আসছে বাঁদরের দল। সম্প্রতি জলপাইগুড়ি, ময়নাগুড়ি শহরেও বাঁদরের অত্যাচার বেড়েই চলেছে। শহরের আশেপাশে কোনও বন-জঙ্গল নেই, তবুও বাঁদরের দল শহরের বিভিন্ন এলাকায় খাবারের জন্য আসছে । এর থেকেই বোঝা যাচ্ছে, এলাকায় বাঁদরের খাবারের অভাব দেখা দিয়েছ ৷ তাই তারা হানা দিচ্ছে লোকালয়ে ৷
ডেঙ্গুয়াঝার চা বাগানের চা শ্রমিক আশা মুন্ডা, যাঁর দায়িত্ব বাঁদরের হাত থেকে খাবার রক্ষা করা ৷ তাঁর কথায়, "সকালে বাবা-মায়েরা খাবার নিয়ে কাজে আসে। সেই খাবার বাঁদরে নিয়ে চলে যায় । তাই আমাকে পাহাড়া দিতে হচ্ছে । পাহাড়া না দিলে বাঁদর খাবার নিয়ে চলে যাচ্ছে ৷ না খেয়ে থাকতে হচ্ছে বাবা-মাকে ৷