পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোশাল মিডিয়ায় সেলিমকে ধর্ষক বলে উল্লেখ ! লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের - MOHAMMED SALIM

আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে সই করার ছবি শেয়ার জনৈক পার্থ গঙ্গোপাধ্যায়ের ৷ সেখানেই মহম্মদ সেলিমকে ধর্ষক বলে উল্লেখ তাঁর ৷

Mohammed Salim
লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের মহম্মদ সেলিমের ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2024, 8:22 PM IST

কলকাতা, 2 নভেম্বর: সোশাল মিডিয়ায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে ধর্ষক বলে অভিযুক্ত করলেন এক ব্যক্তি ৷ আর সেই পোস্টের বিরুদ্ধে এবার লালবাজারের সাইবার শাখায় লিখিত অভিযোগ দায়ের করলেন সেলিম ৷ অভিযোগ করলেন, রাজনৈতিক স্বার্থে ও তাঁর ভাবমূর্তি নষ্ট করতেই সোশাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে ৷

সেই পোস্টটিকে বিদ্বেষপূর্ণ এবং সিপিএম-কে অসম্মান করতে করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের রাজ্য সম্পাদক ৷ পার্থ গঙ্গোপাধ্যায় নামে এক ব্যক্তির বিরূদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএসের ধারায় অভিযোগ দায়ের হয়েছে ৷ উল্লেখ্য, সুপ্তি কাঞ্জিলাল নামে এক সিপিএম সমর্থক আরজি কর ইস্যুতে সই সংগ্রহের একটি ছবি টুইট করেছিলেন ৷ সেই ছবিতে দেখা যাচ্ছে মহম্মদ সেলিম সই করছেন বিচারের দাবিতে ৷

লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের সেলিমের (ইটিভি ভারত)

অভিযোগ, পার্থ গঙ্গোপাধ্যায় নামে ওই ব্যক্তি সেই ছবিটি শেয়ার করেন এবং তিনি ক্যাপশন দেন, "একজন ধর্ষক এক ধর্ষিতার বিচারের জন্য সাক্ষর সংগ্রহ করছে......" ৷ এ নিয়ে মহম্মদ সেলিম বলেন, "এক্স হ্যান্ডেলে বিদ্বেষপূর্ণ পোস্টের মাধ্যমে পার্টিকে অসম্মান করা ও আমার বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করার অপরাধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র প্রাসঙ্গিক ধারাগুলির অধীনে পার্থ গঙ্গোপাধ্যায়-সহ অভিযুক্তদের বিরুদ্ধে কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ করা হয়েছে ৷"

লালবাজার সাইবার সেলে দায়ের করা মহম্মদ সেলিমের অভিযোগ ৷ (ছবি সূত্র- সিপিআইএম)

লালবাজারে দায়ের করা অভিযোগপত্রে সেলিম লিখেছেন, "ওই বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যে এবং অবমাননাকর ৷ এটা আমার সম্মান নষ্ট করার এবং নির্যাতিতাদের বিচারের চেষ্টাকে অসম্মান করার অপচেষ্টা ৷ পাশাপাশি, সিপিআইএমের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র ৷ এই পোস্টটি আমার ব্যক্তিগত সুনামের ব্যাপক ক্ষতি করেছে এবং জনসাধারণের মধ্যে অস্থিরতা তৈরি করেছে ৷ এটি একটি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া এবং জনসাধারণের চোখে আমার মানহানি করার প্রয়াস...৷ এটা স্পষ্ট যে আমার এবং আমার দলের উভয়ের সুনাম নষ্ট করার জন্য একটি সংগঠিত ষড়যন্ত্র করা হয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details