সোনামুখী (বাঁকুড়া), 8 সেপ্টেম্বর: পড়ুয়াদের স্কলারশিপ-সহ অন্যান্য পরিষেবা দিতে স্কুলে হাজির স্বয়ং বিধায়ক ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী বিধানসভা এলাকায় ৷ বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি এই উদ্যোগ গ্রহণ করেছেন ৷ তিনি সোনামুখী বিধানসভার অন্তর্গত বিভিন্ন স্কুলে পৌঁছে যাচ্ছেন এবং সেখানে গিয়ে ছাত্রছাত্রীদের স্কলারশিপের ফর্মে সই করছেন । এর ফলে বিদ্যালয়ে বসেই পরিষেবা পাচ্ছে ছাত্রছাত্রীরা ।
ছাত্রছাত্রীদের পরিষেবা দিতে স্কুলেই হাজির বিধায়ক (ইটিভি ভারত) বিধায়কের এই উদ্যোগকে তাই সাধুবাদ জানাচ্ছে পড়ুয়ারা । তারা জানায়, বিধায়ক স্কুলে আসায় তারা খুবই উপকৃত হচ্ছে ৷ তাদের আর কষ্ট করে বিধায়কের কাছে যেতে হচ্ছে না ৷ পাশাপাশি চটজলদি কাজটাও হয়ে যাচ্ছে ৷ এর জন্য বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিকে ধন্যবাদ জানিয়েছে পড়ুয়ারা ৷
এ বিষয়ে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি অবশ্য বলেন, "স্কলারশিপের ফর্মে সই করানোর জন্য পরিশ্রম করে ছাত্রছাত্রীদের আমার বাড়ি বা অফিসে আসতে হয় ৷ তাই তাদের সুবিধার কথা মাথায় রেখে বিদ্যালয়ে বিদ্যালয়ে গিয়ে আমি পরিষেবা দিচ্ছি ৷ এই সুযোগ করে দেওয়ার জন্য স্কুলের শিক্ষকদের ধন্যবাদ ৷ আমার এই কাজের ফলে উপকৃত হচ্ছে ছাত্রছাত্রীরা । আগামিদিনেও মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা দিয়ে যাব ।"
আগে স্কলারশিপের ফর্মে সই করানোর জন্য ছাত্রছাত্রীদের কষ্ট করে বিধায়কের বাড়িতে বা অফিসে যেতে হত ৷ বিধায়ককে না-পেলে অনেক ছাত্রছাত্রী সমস্যায়ও পড়ত ৷ দিনের পর দিন ঘুরতে হত তাদের ৷ এবার সেই হয়রানির থেকে পড়ুয়াদের মুক্তি দিতে নিজেই স্কুলে স্কলারশিপ ফর্মে সই করতে পৌঁছে যাচ্ছেন দিবাকর ঘরমি ৷ তবে বিধায়কের এই কর্মকাণ্ডকে পড়ুয়ারা ভালো চেখে দেখলেও কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল ।
রাজ্য তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি-এর সদস্য প্রবাল মুখোপাধ্যায়ের কথায়, "এতদিন মানুষ বিধায়ককে দেখতেই পায়নি । 2021 নির্বাচনের পর থেকে সোনামুখীর সাধারণ মানুষকে সেভাবে তিনি পরিষেবা দিতেই পারেননি ৷ তাঁকে খুঁজতে হতো দূরবীন দিয়ে । এখন যেহেতু সামনে নির্বাচন আসছে তাই উনি নাটক শুরু করেছেন ।"