কলকাতা, 27 ডিসেম্বর: ফিরহাদ হাকিম নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে এল ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ হিডকো । এবার থেকে প্রশাসনিক ও কর্মীবর্গ দফতরের আওতায় চলে এল হিডকো ৷ বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ৷ যদিও এখনও পর্ষন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি ৷
বাম আমলে তৈরি হওয়ার পর আবাসন দফতরের অধীনে ছিল ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ হিডকো । কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর দফতর বদল করে নগোরন্নয়ন দফতরের অধীনে চলে আসে হিডকো ৷ দীর্ঘদিন নগোরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের তত্ত্বাবধানে ছিল ৷ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে তার দফতর ফের একবার বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
বৃহস্পতিবারের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আওতায় রয়েছে প্রশাসনিক ও কর্মী দফতর ৷ এবার সেই দফতরের অধীনে আনা হয়েছ হিডকোকে ৷ প্রসঙ্গত, দেবাশিস সেনের পর হিডকোর চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । কিন্তু, দফতর বদলের পর তিনি এই পদে আর থাকবেন কি না, এখন সেটাই এখন দেখার বিষয়ে । সূত্র খবর, চেয়ারম্যানের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যালোচনা বৈঠকের মাধ্যমে পরবর্তী হিডকোর চেয়ারম্যান কে হবেন, তা ঠিক করবেন বলে সূত্রের খবর ।
উল্লেখ্য, রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে হিডকো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা । আবাসনের বিভিন্ন প্রকল্প-সহ রাজ্যের বহু গুরুত্বপূর্ণ কাজের তত্ত্বাবধানের দায়িত্বে থাকে এই সংস্থা । বিশেষ করে নিউটাউনের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই হিডকোর । রাজারহাট, নিউটাউনকে ভবিষ্যতে 'স্মার্ট সিটি' তৈরি করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এই সংস্থার তরফে ।
সম্প্রতি, দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের দায়িত্বে রয়েছে ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন । এর আগে আইএএস সঞ্জয় বনশল হিডকোর এমডি ছিলেন । পরে বনশলকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয় আইএএস শশাঙ্ক শেট্টিকে । সংস্থার 'বোর্ড অফ ডিরেক্টর্সে' একাধিক আইএএস আধিকারিক রয়েছেন । বর্তমানে এই পদে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি । প্রসঙ্গত, ফিরহাদ হাকিমের আগে হিডকোর চেয়ারম্যান ছিলেন রাজ্যের প্রাক্তন অতিরিক্ত মুখ্যসচিব দেবাশিস সেন । তাঁর পর তিন বছর আগে এই দায়িত্ব নেন ফিরহাদ । বাম আমলে সংস্থার চেয়রাম্যান ছিলেন তৎকালীন আবাসন মন্ত্রী গৌতম দেব ।