হায়দরাবাদ: অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় Kawasaki বাইক ৷ জনপ্রিয় মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা Kawasaki India সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করেছে Kawasaki KLX230 ৷ ডার্ট বাইকটির দাম শুরু হচ্ছে 3.30 লক্ষ টাকা থেকে (এক্স-শোরুম, ভারত)। বর্তমানে, এই মোটরসাইকেলটি ভারতে বিক্রি হওয়া সবচেয়ে ব্যয়বহুল ডুয়াল-স্পোর্ট মোডের বাইক । নতুন এই মডেলটি আগেরগুলি থেকে অনেকটাই আলাদা ৷ এটির ইঞ্জিনেও বেশ কিছু ফিচার যোগ হয়েছে ৷
ফিরে দেখা 2024, এক ঝলকে যে সমস্ত ICE স্কুটার-বাইক লঞ্চ করেছে
Kawasaki KLX230-এ A 233cc এয়ার-কুলড ইঞ্জিন
নতুন Kawasaki KLX230-এ থাকা A 233cc ইঞ্জিন 8,000rpm-এ 18bhp শক্তি এবং 6,400rpm-এ 18.3Nm টর্ক উৎপন্ন করতে পারে । এই ইঞ্জিনটি 6-স্পীড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত । এই মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্ক তুলনামূলকভাবে বেশ ছোট ৷ এটি মাত্র 7.6 লিটার জ্বালানি বহন করতে পারে । এটির সামনের অংশে 240mm ট্রাভেল-সহ একটি 37mm টেলিস্কোপিক ফর্ক এবং পিছনের অংশে 250mm ট্রাভেল-সহ একটি মনোশক সাসপেনশন রয়েছে ৷
স্পেশাল ফিচার
নুতন Kawasaki KLX230 এই সংস্থার তৈরি অন্যান্য বাইকের থেকে বেশ আলাদা ৷ এতে যোগ হয়ছে বেশ কিছু স্পেশাল ফিচার ৷ নতুন Kawasaki KLX230 মডেলে রয়েছে মনোটোন এলসিডি ৷ যেটিতে ব্লুটুথ সংযোগের সুবিধা রয়েছে ৷ এছাড়াও এই বাইকটিতে ডুয়াল চ্যানেল ABS রয়েছে। KLX230 এর ওজন 139 কেজি ৷ যা তুলনামূলকভাবে অন্যান্য কাওসিকি বাইকের থেকে অনেকটা হালকা ৷ এটির সিটও বেশ লম্বা ৷ আসনের উচ্চতা 880 মিমি । তবে, রাইডারদের উচ্চতা কম হলেও সমস্যায় পড়তে হবে না ৷ প্রয়োজন অনুসারে তাঁরা বাইকের সিট সেট করে নিতে পারবেন ৷
Kawasaki KLX230 প্রতিদ্বন্দ্বী
ভারতীয় বাজারে লঞ্চ করা Kawasaki KLX230-এর দাম 3.30 লক্ষ টাকা (এক্স-শোরুম, ভারত) ৷ এটি অনায়াসেই Hero Xpulse 200 4V এবং Xpulse 200 4V Pro মডেলের সঙ্গে পাল্লা দিতে পারে ৷ কাওয়াসিকির থেকে অনেকাটা দাম কম Hero Xpulse 200 4V এবং Xpulse 200 4V Pro মডেলগুলির ৷ Hero Xpulse 200 4V বাইকের দাম 1.51 লক্ষ টাকা (এক্স-শোরুম, ভারত) এবং Xpulse 200 4V Pro-মডলের দাম 1.64 লক্ষ টাকা (এক্স শোরুম) ৷