কলকাতা, 27 ডিসেম্বর: ফের কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী ৷ বৃহস্পতিবার রাতে মহম্মদ আব্দুর রহমান নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ ৷ 12 বছর ধরে প্রত্যেকের নজর এড়িয়ে বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢুকে কলকাতা-সহ বিভিন্ন রাজ্যে আত্মগোপন করে থাকার অভিযোগ ওই ব্যক্তির বিরুদ্ধে।
গতকাল রাতে পার্ক স্ট্রিট থেকে রহমানকে গ্রেফতার করা হয় ৷ এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারত-কে বলেন "এই ব্যক্তির খোঁজ আমরা গোপন সূত্রে পেয়েছি। বেশ কয়েক বছর আগে ভারতে ঢোকে ৷ এই ব্যক্তির কাছ থেকে আমরা একাধিক নকল নথিপত্র পেয়েছি। যার মধ্যে অন্যতম হলো নকল পাসপোর্ট, ভিসা, আধার কার্ড ও প্যান কার্ড। বিষয়ের তদন্ত চলছে ৷" ধৃতকে আজ আদালতে পেশ করা হবে ৷ রহমানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।
এই ব্যক্তির সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের লিংক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ লালবাজার সূত্রের খবর, তাকে প্রাথমিকভাবে জেরা করে পুলিশ জানতে পারে, সে 2023 সালের শুরু থেকে খিদিরপুরে থাকছিল ৷ তবে 12 বছর ধরে ভারত-বাংলাদেশ যাতায়াত ছিল তার ৷ তার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক মোবাইল এবং ইলেকট্রনিক্স গেজেট। সেগুলি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে ৷
সম্প্রতি এই পার্ক স্ট্রিট থেকে বাংলাদেশের প্রাক্তন এক বিএনপি নেতাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ওই ব্যক্তি বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতবর্ষে নকল পরিচয় পত্র দিয়ে আত্মগোপন করেছিল।
শেখ হাসিনা সরকারের পর থেকে অশান্ত বাংলাদেশ ৷ এই পরিস্থিতিতে একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন এই রাজ্যে তাদের কোণঠাসা হয়ে পড়া স্লিপার সেলগুলিকে সজাগ করার চেষ্টা করছে ৷ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একাধিক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এই ব্যক্তি গত 12 বছর ধরে কীভাবে প্রত্যেকের নজর এড়িয়ে কলকাতায় থাকছিল ? কোথা থেকে সে তার নকল পরিচয় পত্র বানালো? কেইবা তাকে নকল পরিচয় পত্র বানাতে সাহায্য করল ? এই সব কিছু জানার জন্য আজ আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবে লালবাজার।