বর্ধমান, 24 ডিসেম্বর: ভারত একটা বিরাট দেশ। বাংলাদেশ যা বলছে বলুক। কিন্তু ভারতকে আন্ডার এস্টিমেট করলে ভুল হবে। কোন দেশের বিরুদ্ধে কিছু করতে গেলে জটিলতা থাকে। তাই ভারত দেখছে। না-হলে এক মিনিটেই সব খেলা শেষ হয়ে যাবে। বর্ধমানে এসে এইভাবেই বাংলাদেশকে হুঁশিয়ারি দিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
সোমবার দুপুরে বিজেপি'র সদস্য সংগ্রহ অভিযানে জামালপুর ব্লকে যান মিঠুন চক্রবর্তী। পরে তিনি বর্ধমানে জেলা বিজেপি-র কার্যালয়ে আসেন। এদিন বাংলাদেশ প্রসঙ্গে মিঠুন বলেন, "খুবই দুঃখের বিষয় এটা ৷ ভারতবর্ষ একটা বিরাট দেশ। বাংলাদেশ কী ? এরা যে যা বলছে বলুক ৷ কিন্তু ভারতকে আন্ডার এস্টিমেট করলে ভুল হবে। আমার কথা হচ্ছে, যেটা হচ্ছে সেটা খারাপ হচ্ছে ৷ কিন্তু যখন কোন দেশ অন্য কোন দেশের বিরুদ্ধে কিছু করতে যায়, তখন অনেক কিছু বাধা আসবে। অনেক কিছু তার জটিলতা থাকে। তাই ভারত দেখছে ৷ এক মিনিটের ব্যাপার, সব খেলা শেষ হয়ে যাবে।"
বাংলাদেশকে হুঁশিয়ারি মিঠুনের (ইটিভি ভারত) কয়েকদিন আগেই হুগলিতে এক অনুষ্ঠানে বাংলাদেশ প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করেছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ বাংলাদেশের থেকে শিক্ষা নিয়ে সবাই মিলে একত্রিত লড়াইয়ের বার্তা দিয়েছিলেন অভিনেতা ৷ পাশাপাশি পড়শি দেশের বর্তমান অবস্থা দেখে সতর্ক হতে বলছেন মিঠুন ৷
পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জঙ্গি ধরা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধায়ের সরকারকে কটাক্ষ করেন বিজেপি নেতা ৷ এদিন মিঠুন বলেন, "আমাদের রাজ্য থেকে প্রায়দিন জঙ্গি ধরা পড়ছে। এটা তো আমাদের কাছে গর্বের বিষয়। জঙ্গিদের কাছে এই রাজ্য এখন সেফ হেভেনে পরিণত হয়েছে ৷ এখন কাশ্মীরের বর্ডার বন্ধ হয়ে গিয়েছে। পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে এখানে ঢুকে পড়ছে । এই রাজ্যে জঙ্গি ধরা পড়ছে, ট্রেনিং পেয়ে জঙ্গি তৈরি হচ্ছে ৷ এটা তো আমাদের কাছে বিরাট ব্যাপার। আমরা তো বুক ফুলিয়ে বলতে পারব, আমাদের রাজ্যে জঙ্গি তৈরি হয়।"
রাজ্য সরকার প্রসঙ্গ তিনি আরও বলেন, "এই রাজ্যের সরকারকে নিয়ে কিছু বলার নেই। এরা কাউকে কিছু করতে দেয় না। আর নিজেরাও কিছু করে না। ওরা সব সময় বিজেপিকে, কেন্দ্রকে ছোট করতে ব্যস্ত। মানুষ মরুক। ওদের কিছু যায় আসে না।"
পাশাপাশি বিজেপির সংগঠন নিয়ে যে তিনি খুশি নন, এদিন তা পরিষ্কার হয়ে যায় মিঠুন চক্রবর্তীর কথাতেই ৷ তবে দলকে মজবুত করতে হলে সংগঠনকে যে আরও শক্তিশালী করতে হবে বলেও মনে করেন তিনি। দলের অভ্যন্তরে যে নেতা কর্মীদের মধ্যে কোন্দলের কারণে ফাটল ধরেছে, সেটা মিঠুনের কথাতেই পরিষ্কার। মনোমালিন্য ভুলে সকলকে এক হয়ে লড়াইয়ের ময়দানে নামার জন্য আহ্বান জানান অভিনেতা।
মিঠুন বলেন, "আমি বিজেপির সংগঠন নিয়ে একশো শতাংশ সন্তুষ্ট নই। আমি এটা বলতে ভয় পাই না। বিজেপির সংগঠনকে আরও মজবুত শক্তিশালী হতে হবে। নিজেদের মধ্যে যা আছে, সব কিছু মিটিয়ে সবাই এক হয়ে লড়াই করতে হবে। আমাদের সবাইকে বুঝিয়ে একসঙ্গে মাঠে নামতে হবে ৷ কর্মীদের দলের প্রতি ভালোবাসা কম নিজেদের কিছু পাওয়ার ইচ্ছেটা অনেক বেশি ৷"