পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নার্সারিতে হামলা, প্রায় 8 লক্ষ টাকার গাছ কাটল দুষ্কৃতীরা - MISCREANTS ATTACK IN NURSERY

হুমকি আসছিল প্রায়ই ৷ তাতে কান না দেওয়ায় নার্সারিতে ঢুকে রাতভর তাণ্ডব চালাল দুষ্কৃতীরা ৷ কেটে নষ্ট করে দিল প্রায় 8 লাখ টাকার গাছ ৷

Miscreants Cuts Tree in a Nursery
নার্সারিতে কেটে ফেলা হয়েছে গাছ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2024, 5:19 PM IST

স্বরূপনগর, 18 নভেম্বর: চাষির উপর রাগ মেটাতে নিশানায় নার্সারি ৷ রাতের বেলা তিনটি নার্সারির প্রায় 8 লক্ষ টাকার গাছ কেটে দিল দুষ্কৃতীরা ।রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগরে । সোমবার সকাল হতেই বিষয়টি নজরে আসে সবার ৷ নার্সারির মালিক স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করেন । তদন্তে নেমেছে পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বরূপনগরের নবাতকাটি গ্রামের বাসিন্দা নূর ইসলাম মোল্লা কয়েক বিঘা জমির উপর তিনটি বড় নার্সারি করেছেন । গত কয়েক বছর ধরে ওই নার্সারি থেকে ফল ও বনসাই-সহ বহু রকমের গাছ রাজ্য ও ভিন রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠানো হয় । ওই তিন নার্সারির উপর শতাধিক মানুষের জীবন ও জীবিকা নির্ভর করে ।

গাছ নষ্টে নার্সারি মালিকের বক্তব্য (ইটিভি ভারত)

বেশ কিছুদিন ধরে নার্সারিতে কর্মরত মজুরদের বিভিন্ন প্রান্ত থেকে কাজ না-করার জন্য হুমকি দেওয়া হচ্ছিল । কিন্তু, সে সবে কান দেননি মজুররা ৷ তারপর থেকে রাতের অন্ধকারে প্রায়ই দুষ্কৃতীরা নার্সারির গাছ কেটে দিচ্ছিল । নার্সারির মালিক নূর ইসলাম বিষয়টি পুলিশকে জানালেও কোনও কাজ হয়নি । রবিবার রাতে দুষ্কৃতীরা ফের তিন নার্সারিতেই হামলা চালায় । রাতভর নার্সারির বহু দামি দামি গাছ কেটে দেয় ।

সোমবার সকালে নার্সারির কর্মীরা গিয়ে দেখেন, লোহার বেড়া কেটে দুষ্কৃতীরা নার্সারিতে ঢুকে প্রায় সব গাছ কেটে দিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নার্সারির মালিক নূর ইসলাম । তিনি বলেন,"কয়েক বিঘা জমির উপর আমার তিনটি নার্সারি রয়েছে, যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শতাধিক মানুষের রুটিরুজি জড়িয়ে । গত অগস্ট মাস থেকে দুষ্কৃতীরা আমাদের নার্সারির উপর হামলা চালিয়ে যাচ্ছে । রবিবার সারারাত ধরে মোট পাঁচবার হামলা চালানো হল । নার্সারির বহু মূল্যবান গাছ দুষ্কৃতীরা কেটে দিয়েছে । প্রায় 8 লক্ষ টাকার ক্ষতি হয়েছে ।"

এই বিষয়ে নার্সারির কর্মী আজিবর গাজি বলেন,"আমরা যাতে নার্সারিতে কাজে না-আসি, তার জন্য লোক মারফত আমাদের হুমকি দেওয়া হচ্ছিল ।আমরা বেকার ছেলে । নার্সারিতে কাজ করে আমাদের সংসার চলে । দুষ্কৃতীরা তিনটি নার্সারির সব গাছ কেটে ধ্বংস করে দিয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details