পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুকান্তর নামে থানায় অভিযোগ, মানহানির হুঁশিয়ারি মন্ত্রী স্বপন দেবনাথের

সুকান্তর অভিযোগ, কালনায় স্কুলের জায়গা দখল করেছেন মন্ত্রী স্বপন দেবনাথ ৷ তাঁর সেই অভিযোগের পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷

SUKANTA MAJUMDAR
সুকান্ত মজুমদার (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2024, 11:00 AM IST

কালনা, 6 নভেম্বর: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ । এদিকে, রাজ্য়ের মন্ত্রীর বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে নাদনঘাট থানায় সুকান্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পূর্বস্থলী 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রাজকুমার পাণ্ডে ।

এদিকে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, "ওনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব । স্কুলের জমি কী বিক্রি করা যায় ? এইভাবে আষাঢ়ে গল্প করছেন । একজন দায়িত্বশীল নেতা হিসাবে এই ধরনের কথা বলেন কীভাবে ? সরকারকে জমি দেওয়া হয়েছে বিএড কলেজ হবে বলে । উনি কী আইন জানেন না ? শুনেছি উনি তো অধ্যাপনা করেন । ওনার বিরুদ্ধে মানহানির মামলা করবো ৷ ওনাকে প্রমাণ করতে হবে ।"

সোমবার বর্ধমানের কালনায় বিজেপির সদস্যপদ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন দলের রাজ্য সভাপতি । সেখানে তিনি বলেন, "এখানকার মন্ত্রী স্বপন দেবনাথ স্কুলের জায়গা দখল করেছেন । জেলা বিজেপি নেতৃত্বকে সমস্ত তথ্যপ্রমাণ জোগাড় করার নির্দেশ দেওয়া হয়েছে । তথ্য হাতে পেলেই হাইকোর্টের দ্বারস্থ হবে বিজেপি । সিবিআই তদন্তের দাবি জানানো হবে ।" সুকান্তের এই বক্তব্যের পরই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করার কথা জানান মন্ত্রী স্বপন দেবনাথ । এদিকে, তার আগেই বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেন পূর্বস্থলী 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রাজকুমার পাণ্ডে ।

সুকান্তের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রাজকুমার পাণ্ডে বলেন, "রাজনীতিকদের বক্তব্য রাখার সময় অবশ্যই সংবেদনশীল হওয়া উচিত । খেয়াল রাখতে হবে যাঁর বিরুদ্ধে অভিযোগ করছি, সেই ব্যক্তির মর্যাদা যেন কোনও ভাবেই ক্ষুন্ন না-হয় । বিজেপির রাজ্য সভাপতি যে মন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করেছেন, এলাকায় তাঁর আলাদা ভাবমূর্তি আছে । এলাকার উন্নয়নে তিনি পথিকৃৎ । মানুষ তাঁর উপরে ভরসা করে । আর বিজেপি কোনও উন্নয়ন না করে শুধু জাতপাতের রাজনীতি করছে । সুকান্ত মজুমদারের মন্তব্য ঘিরে এলাকা অশান্ত হয়ে উঠেছে ৷ তাই তাঁর বিরুদ্ধে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেছি ।"

পড়ুন:মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু দফতরের মুখ্যউপদেষ্টা হলেন বাম জমানার মন্ত্রী আব্দুস সাত্তার

ABOUT THE AUTHOR

...view details