পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশেষ নজরে মালদা, রাজ্যে প্রথমবার মাধ্যমিকে মেটাল ডিটেক্টরের ব্যবহার - মাধ্যমিক

Madhyamik Examination 2024: রাজ্যে এবারই প্রথম মাধ্যমিক পরীক্ষায় ব্যবহার করা হবে মেটাল ডিটেক্টর ৷ একাধিকবার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে ৷ তাই প্রথমবারই মেটাল ডিটেক্টর দিয়ে নজরদারি চলবে মালদা জেলার পরীক্ষা কেন্দ্রগুলিতে ৷

Madhyamik Examination
মাধ্যমিক পরীক্ষা

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 4:33 PM IST

মালদা, 29 জানুয়ারি: আগামী 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা ৷ এবার মাধ্যমিকে প্রথমবার ব্যবহৃত হবে মেটাল ডিটেক্টর ৷ এই মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষা করা হবে পড়ুয়াদের ৷ শুধুমাত্র মালদা জেলার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ ৷ বিগত দিনে এই জেলা থেকে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছিল ৷ তাই এবার আটঘাঁট বেঁধেই ময়দানে নামছে পর্ষদ ৷

মালদা জেলায় পর্ষদের তরফে নিযুক্ত মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক বিপ্লব গুপ্ত সোমবার ফোন মারফৎ ইটিভি ভারতকে বলেন, "এবার মালদায় মোট 119টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে ৷ এর মধ্যে 19টি সেন্টার এবং 100টি ভেন্যু ৷ জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা 44 হাজার 890 জন ৷ এর মধ্যে ছাত্র রয়েছে 19 হাজার 424 জন এবং ছাত্রীর সংখ্যা 25 হাজার 466 তন ৷ গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কিছু বেড়েছে ৷"

বিপ্লব গুপ্ত জানান, মালদা জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহারের প্রবণতা এর আগে দেখা গিয়েছে ৷ পরীক্ষাকে সুরক্ষিত করার জন্য জেলায় মাধ্যমিক পর্যবেক্ষণ দল রয়েছে ৷ সেই দলের সদস্যরাই আলোচনা করে পর্ষদ ও জেলা প্রশাসনের কাছে মেটাল ডিটেক্টর ব্যবহার করার আবেদন জানিয়েছি ৷ পরীক্ষার সময় মোট চারটি ভিজিল্যান্স টিম গঠিত হবে ৷ প্রতিটি দলের হাতে মেটাল ডিটেক্টর রাখার আবেদন জানানো হয়েছে ৷

মাধ্যমিক পরীক্ষার আহ্বায়কের কথায়, "আশা করছি, আমাদের সেই আবেদন গৃহীত হবে ৷ তবে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে না ৷ আমদের দল যখন পরীক্ষাকেন্দ্রে যাবে তখন সন্দেহজনক কিছু মনে হলে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে ৷ অবশ্য কোনও স্কুল যদি নিজেদের উদ্যোগে মেটাল ডিটেক্টর ব্যবহার করতে চায় তবে সেটা তারা করতে পারে ৷ মেটাল ডিটেক্টর ব্যবহার করলে কারও শরীরে হাতও দিতে হবে না ৷ সেদিক থেকে এই ব্যবস্থা অনেক বেশি ভালো ৷ আমরা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর ৷ পরীক্ষার্থীদের উপর মেটাল ডিটেক্টর নিয়ে ঝাঁপিয়ে পড়ার কোনও অভিপ্রায় আমাদের নেই ৷ তবে একটি কথা, এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে মালদা থেকে প্রশ্ন ফাঁসের খবর হয়েছে ৷ কিন্তু আমরা দেখেছি, অনেক সময় বাইরের ঘটনার দায়ও মালদার কাঁধে এসে পড়ে ৷"

এদিকে মাধ্যমিক শিক্ষা পর্ষদের এক কর্তা বলেছেন, "আগের ঘটনা থেকে সতর্ক হয়ে এবার আমরা মাধ্যমিক পরীক্ষায় মালদা জেলায় মেটাল ডিটেক্টরের ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি ৷ এবারই প্রথম মাধ্যমিক পরীক্ষায় প্রথমবার মেটাল ডিটেক্টরের ব্যবহার করা হচ্ছে ৷ যদি কোথাও প্রয়োজন পড়ে তবেই সেখানে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে ৷"

আরও পড়ুন:

  1. মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চালু হল কন্ট্রোল রুম, খোলা 24 ঘণ্টা
  2. মাধ্যমিকের সময় পরিবর্তন মামলা, শেষ পর্যন্ত রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না আদালত
  3. মাধ্যমিক পরীক্ষায় সিসিটিভি! নজিরবিহীন নজরদারি মধ্যশিক্ষা পর্ষদের

ABOUT THE AUTHOR

...view details