কলকাতা, 20 মার্চ: বেআইনি নির্মাণ নিয়ে কাউন্সিলর নয়, দায় ইঞ্জিনিয়ারদের উপরেই চাপানোর পক্ষে মেয়র ফিরহাদ হাকিম। গার্ডেনরিচের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বুধবার একদম নিচুতলার এসএই থেকে শুরু করে ডিজি বিল্ডিং সকলকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম । সেই বৈঠকে পৌরনিগমের 15 নম্বর বরোর ইঞ্জিনিয়ারকে তীব্র ভর্ৎসনা করেন মেয়র। তাঁকে বলতে শোনা যায়, "আপনার ভুলের জন্য এতগুলো মানুষের প্রাণ গেল । হয় আপনি অপদার্থ, না হয় আপনি চোর ।" বৈঠক থেকেই বেআইনি নির্মাণে দেখার সব দায়দায়িত্ব দিলেন ইঞ্জিনিয়রদের ঘাড়েই । এদিনের বৈঠকে ছিলেন 1 থেকে 144 নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সমস্ত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বরো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বিল্ডিং বিভাগের ডিজি ও ডেপুটি চিফ ইঞ্জনিয়ার-সহ অন্য আধিকারিকরা ।
কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে ঠিক হয়েছে সকালে অফিস শুরুর সময় উপস্থিতি দিয়েই নিজ নিজ এলাকায় বেরিয়ে যাবেন ইঞ্জিনিয়াররা । তাঁর এলাকার প্রতিটি নির্মাণস্থল ঘুরে দেখবেন । একটি অ্যাপ তৈরি হচ্ছে সেটা পুরোদমে চালু না হওয়া পর্যন্ত ছবি তুলে পাঠাবেন বিল্ডিং বিভাগের হোয়াটসঅ্যাপ গ্রুপে । সঙ্গে নোটও লিখে দিতে হবে । যেখানে বেআইনি নির্মাণ নজরে আসবে সেখানেই দ্রুত ছবি তুলে গোটা বিষয় লিখে পাঠাতে হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে । তাঁরা জানাবেন বরো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে । পাশাপশি ওই বাড়িতে নোটিশ দিতে সতর্ক করতে হবে । না হলে স্টপ অফ ওয়ার্ক নোটিশ দিতে হবে । গোটা বিষয় বরো এক্সিকিউটিভ খবর দেবেন ডেপুটি চিফ ইঞ্জনিয়ার ও ডিজিকে । তাঁরা সেই রিপোর্ট পৌর কমিশনারকে পাঠাবেন ।
পৌর কমিশনার পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করবেন ৷ প্রয়োজনে ব্যবস্থাও নিতে বলতে পারেন । অ্যাপ চালু হলে সবটাই হবে অ্যাপ মারফত । কলকাতা কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা বেআইনি বাড়ি নির্মাণ ঠেকাতে যেমন কাজ করবেন তেমনি পুলিশকে চিঠি দেওয়া হবে বেআইনি নির্মাণ ঠেকাতে যাতে তারা প্রতি থানায় সর্তক করে দেয় ৷ পৌর ইঞ্জিনিয়ারদের তরফে অভিযোগ হলে যথাযথ ব্যবস্থা নেন ।