পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চুরি করে ধরা পড়তেই অজ্ঞান, চোরকে হাসপাতালে নিয়ে গেল পুলিশ - THEFT IN CHINSURAH

ধরা পড়তেই মাটিতে চিৎপটাং হয়ে শুয়ে পড়েন চোর 'বাবাজি' । জনতার হাত থেকে বাঁচতে অসুস্থতার নাটক ? তদন্ত করে দেখছে পুলিশ ৷

theft
প্রতীকী ছবি (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2024, 12:27 PM IST

চুঁচুড়া, 18 নভেম্বর: একি আজব কাণ্ড ! ধরা পড়তেই জ্ঞান হারাল চোর 'বাবাজি' ৷ রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়ে গেল পুলিশ ।

এই অবাক করা ঘটনার সাক্ষী থাকল চুঁচুড়াবাসী । ঘটনাটি ঘটেছে চুঁচুড়া পুরসভার পাঠক বাগান এলাকায় । ঘটনাটি বাস্তব নাকি নাটক, ভেবে পাচ্ছেন না এলাকার মানুষ ।

আজব ঘটনা চুঁচুড়ায় (ইটিভি ভারত)

স্থানীয়দের অভিযোগ, রবিবার দুপুর নাগাদ পাঠক বাগান এলাকায় উপস্থিত একটি মন্দিরে দুই যুবক চুরি করার উদ্দেশে ঢোকে । মন্দির থেকে একটি গ্যাসের ওভেন-সহ বাসন নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে তারা । তবে পালানোর মুহূর্তেই স্থানীয় বাসিন্দারা তাদের ধরে ফেলে । শোরগোল পড়ে যায় এলাকায় ৷ এরই মাঝে কোনওক্রমে একজন চোর হাত ছাড়িয়ে পালিয়ে যায় ৷ তবে অন্যজন ধরা পড়তেই অজ্ঞান হয়ে যায় । মাটিতে চিৎপটাং হয়ে শুয়ে পড়ে চোর 'বাবাজি' । তৎক্ষণাৎ খবর দেওয়া হয় চুঁচুড়া থানায় । পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায় ৷

ধরা পড়তেই জ্ঞান হারালেন যুবক (নিজস্ব ছবি)

স্থানীয় বাসিন্দা রতন মল্লিকের কথায়, "থরথর করে কাঁপছিল চোরটি ৷ যুবককে দেখে প্রাথমিকভাবে মনে হয়েছিল খুবই অসুস্থ । পরে পুলিশ এসে চোরকে উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যায় ।" সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে থানায় নিয়ে যাওয়া হয় । তারপর চুঁচুড়া আদালতে পেশ করে পুলিশ ৷

পুলিশের প্রাথমিক অনুমান, নেশার টাকা যোগার করতে চুরি করতে ঢুকেছিল দুই যুবক । পুলিশ জানিয়েছে, উত্তর 24 পরগনার নৈহাটি, হালিশহর থেকে চুঁচুড়ায় আসে তারা । বাড়ির মন্দিরে চুরি করেছিল তারা ।

তবে এই ঘটনার পর মূল প্রশ্ন থেকেই যায়, সত্যিই চোর কি অসুস্থ হয়েছিল, নাকি জনতার হাত থেকে বাঁচতে অসুস্থতার নাটক করেছিল ? এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তুঙ্গে নানা জল্পনা । পুলিশ তদন্ত শুরু করছে ।

ABOUT THE AUTHOR

...view details