কলকাতা, 15 মে:ফের কলকাতা মেট্রোর লাইনে মরণঝাঁপ ৷ বুধবার সকালে নর্থ-সাউথ মেট্রো করিডরের নেতাজি ভবন স্টেশনে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির ৷ পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনায় ব্যহত হয় মেট্রো পরিষেবা ৷ সমস্যায় পড়েন অফিস যাত্রীরা ৷
বুধবার সকাল 11টা 38 মিনিটে নেতাজি ভবন স্টেশনে ঘটনাটি ঘটে ৷ আশেপাশের যাত্রীরা কিছু বোঝার আগেই লাইনের উপর ঝাঁপ দেন এক ব্যক্তি ৷ মেট্রো সূত্রে খবর, স্টেশনে ট্রেন প্রবেশ করা মাত্রই চলন্ত ট্রেনের সামনে লাফ দেন ওই ব্যক্তি । স্বাভাবিকভাবে বিঘ্নিত হয় মেট্রো পরিষেবা ৷ সকালের ব্যস্ততম সময়ে ঘটনাটি ঘটায় বেশ সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা ৷