পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শত্রুঘ্ন-অমিতাভের ভারতরত্ন পাওয়া উচিত, দাবি মমতার - Mamata Banerjee - MAMATA BANERJEE

Mamata Banerjee: শনিবার পশ্চিম বর্ধমানের কুলটিতে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই জনসভার মঞ্চ থেকে তিনি শত্রুঘ্ন সিনহা ও অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন ৷ এই কিংবদন্তিদের কেন্দ্রের বিজেপি সরকার সম্মান দেয় না বলেও অভিযোগ করেছেন মমতা ৷

Mamata Banerjee
Mamata Banerjee

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 4:50 PM IST

কুলটি, 27 এপ্রিল: ফের ভারতরত্ন বিতর্ক উস্কে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার ভারতরত্ন পাওয়া উচিত ছিল বলে শনিবার তিনি দাবি করেছেন ৷ একই সঙ্গে উল্লেখ করেছেন অমিতাভ বচ্চনের নামও ৷ ভারতীয় সিনে দুনিয়ার কিংবদন্তি এই অভিনেতাকেও ভারতরত্ন দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন ৷

এ দিন পশ্চিম মেদিনীপুরের কুলটিতে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেখানে তিনি বলেন, ‘‘এখানকার প্রার্থী শত্রুঘ্ন সিনহা ৷ যিনি সারা দেশে একটা নাম ৷ যাঁকে সবাই সম্মান করে ৷ যাঁর ভারতরত্ন পাওয়া উচিত ছিল ৷ ওঁর এবং অমিতাভ বচ্চনের ৷’’ এই নিয়ে তিনি তোপ দাগেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৷ মমতা বলেন, ‘‘আমি এখনও জোর গলায় বলি ৷ তাঁদের কোনোদিন এই সরকার সম্মান দেয়নি ৷ কিন্তু আমি সম্মান দিয়ে বাংলায় নিয়ে এসেছিলাম ৷’’

উল্লেখ্য, শত্রুঘ্ন সিনহা রাজনীতির ময়দানে প্রবেশ করেন বিজেপির হয়ে ৷ তিনি 1996 থেকে 2008 সাল পর্যন্ত রাজ্যসভায় সাংসদ ছিলেন ৷ সেই সময় তিনি অটল বিহারী বাজপেয়ীর সরকারে মন্ত্রীও ছিলেন ৷ 2009 সালে তিনি প্রথম লোকসভার ভোটে লড়েন ৷ বিহারের পটনা সাহিব থেকে জিতে সাংসদ হন ৷ 2014 সালেও তিনি জয়ী হন ৷ তবে 2019 সালে তাঁকে প্রার্থী করেনি বিজেপি ৷

এর পর থেকে ক্রমশ বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় ৷ পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন ৷ পরে আসানসোল লোকসভা আসনে উপ-নির্বাচনে জিতে সাংসদ হন ৷ এবারও তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস ৷ সেই প্রসঙ্গ টেনেই শত্রুঘ্নকে সম্মান দেওয়ার কথা বলেছেন মমতা ৷

অন্যদিকে অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবি আগেও তুলেছেন মমতা ৷ 2022 সালে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে এই প্রসঙ্গ তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ বলেছিলেন, "আমি দাবি তুলছি, অমিতাভজিকে ভারতরত্ন দেওয়া উচিত । যদিও অফিসিয়ালি নয়, তবু আমরা বাংলা থেকে আওয়াজ তুলব, ভারতরত্ন অমিতাভজি । আমি মনে করি, তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত । গোটা দেশে এমন আইকন আর পাওয়া যাবে না । দীর্ঘদিন ধরে ফিল্মে কাজ করছেন । তিনি মানুষ হিসেবেও খুব বড় । তাঁকে কৃতজ্ঞতা জানাচ্ছি, তিনি এসেছেন । এতটা সময় তিনি আমাদের দিয়েছেন ।"

তার পর পেরিয়ে গিয়েছে প্রায় দেড় বছর ৷ চলতি বছরের গোড়ায় পাঁচজনকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা করে কেন্দ্রের মোদি সরকার ৷ কর্পূরি ঠাকুর, দুই প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিং ও নরসিমা রাও এবং এস স্বামীনাথনকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছে ৷ প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবাণীকেও দেওয়া হয়েছে ভারতরত্ন ৷ কিন্তু অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার বিষয়টি এবার বিবেচনা করেনি কেন্দ্র ৷

এছাড়া কেন্দ্রের তরফে যখন পাঁচজনকে দেশের এই সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয়, তখনই অভিযোগ ওঠে যে ভারতরত্ন নিয়ে রাজনীতি করছে বিজেপি সরকার ৷ এ দিন কার্যত সেই অভিযোগই আরও একবার তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন:

  1. বাংলার জামাইকে ভারতরত্ন দেওয়া উচিত, দাবি মমতার
  2. মমতাকে ভারতরত্ন দেওয়ার দাবি বিধায়কের, কটাক্ষ বিজেপির
  3. সন্দেশখালিতে অস্ত্র মজুত ছিল নাকি বাইরে থেকে নিয়ে লোকদেখানো উদ্ধার, প্রশ্ন তুললেন মমতা

ABOUT THE AUTHOR

...view details