আলিপুরদুয়ার, 12 এপ্রিল: উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের কালচিনিতে দিনের দ্বিতীয় প্রচার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘আমি আপনাদের ঘরের লোক । প্রয়োজনে ডাকলেই পাবেন, না ডাকলেও পাবেন ।’’ এই জনসভা থেকে 100 দিনের কাজে কেন্দ্রের অনুদান বন্ধ করা থেকে এবারের লোকসভা ভোটে 400 আসনের দাবি নিতে কেন্দ্র আর বিজেপিকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এদিন তিনি বলেন, "জলপাইগুড়িতে যারা মারা গিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই 1 লক্ষ টাকা করে দিয়ে দিয়েছে ৷ তিনটে বাচ্চা অসুস্থ ছিল, তারা ভালো হয়ে গিয়েছে ৷ যারা আহত ছিল, আমি হাসপাতালে গিয়েছিলাম, তাদেরও 35 হাজার টাকা করে দেওয়া হয়েছে ৷ তাছাড়াও নানাভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সাহায্য করা হয়েছে ৷ বাকি ছিল বাড়ি ৷ গরিব লোকের কথা বলতে গিয়ে কেস খেতে হলে, আমি একবার নয়, হাজারবার খাবো ৷ আমি কোনও অন্যায় করিনি ।"
একাধিক সরকারি প্রকল্পে বাংলার সাফল্যের হিসাব তুলে ধরেন মমতা ৷ তিনি জানান, দেশে 100 দিনের কাজে বাংলা 1 নম্বরে ছিল ৷ আবাস যোজনার কাজেও বাংলা এক নম্বরে ছিল ৷ সড়ক যোজনাতেও বাংলাই নম্বর ওয়ান ছিল ৷ এটাও দিল্লি সরকারের দেওয়া সার্টিফিকেট ৷ তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, তার পরেও এই সব প্রকল্পের প্রাপ্য টাকা থেকে বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্র ৷ কালচিনির সভা থেকে তিনি বলেন, "আবাস যোজনার টাকা দিচ্ছে না ৷ রাস্তা বানানোর টাকা দেয়নি ৷ 3 বছর ধরে 100 দিনের কাজের টাকা দেয়নি ৷ আমার গরিব মজুরের টাকা দেয়নি ৷ ওই 59 লাখ পরিবারকে আমরা টাকা দিয়েছি ৷ আমি সিদ্ধান্ত নিয়েছি দিল্লির কাছে আর ভিক্ষা নয় ৷ ভিক্ষা চাইলে জনতার কাছে চাইব, দিল্লির কাছে নয় ৷ আমরা জব ওর্কারের জন্য কাজ সুরু করে দিয়েছি ৷ কেন্দ্র করবে না ৷ আমি কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি ৷"
এদিন প্রচারমঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মমতা বলেন, "মোদির কোনও গ্যারান্টি নেই ৷ 2014 সালে বিজেপি এসে 5টা চা বাগান খুলবে বলেছিল, দু’টোও খুলতে পারেনি । আমার সরকার 59টা চা বাগান তৈরি করেছে ৷" আক্রমণের ধার বাড়িয়ে তিনি বলেন,"বিজেপি লুটেরার দল, সব লুঠ করে নেবে ৷ সবকিছু বেচে দিয়েছে ৷" বিজেপির এবারের লোকসভা নির্বাচনী স্লোগান, ‘এই বার 400 পার’কে খোঁচা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘400 পার কেন ? 420 পার করো । তবে না কেন্দ্রে 420-র সরকার তৈরি হবে ।’’
আরও পড়ুন:
- 'ভিক্ষা চাইলে জনতার কাছে চাইব, দিল্লির থেকে নয়'; কালচিনি থেকে কেন্দ্রকে বার্তা মমতার
- 'নিশীথের বাড়ি চলে যান, দু'মাস পরে কী করবেন ?' রাজ্যের পুলিশ-প্রশাসনকেই হুঁশিয়ারি মমতার
- 'এখানে লুকিয়ে ছিল, দু'ঘণ্টার মধ্যে আমাদের পুলিশ ধরেছে', বেঙ্গালুরু বিস্ফোরণ নিয়ে মমতা