পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'সরকারের খাবেন, নিরাপত্তাও নেবেন...' ফের মমতার নিশানায় বিচারপতিরা - LOK SABHA ELECTION 2024

Mamata Slams Judges: কীর্তি আজাদের হয়ে প্রচারে এসে বিচারপতিদের কড়া সমালোচনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধেও ।

MAMATA BANERJEE
মমতার নিশানায় বিচারপতিরা

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 5:06 PM IST

Updated : Apr 23, 2024, 6:07 PM IST

ভাতার, 23 এপ্রিল: প্রাক্তন ক্রিকেটারের হয়ে প্রচারে এসেছিলেন। অলরাউন্ডার কীর্তি আজাদের হয়ে রাজনৈতিক আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায় 'ব্যাট ঘোরালেন' টি-টোয়েন্টির মেজাজেই । শুধু তাই নয়, বিচারপতিদের দিকে ছুড়ে দিলেন তীব্র গতির 'ইয়র্কার'! ভাষণের একটি অংশে মমতা বলেন, "আমি কারও নাম করতে চাই না। কিন্তু বিচারপতিরা সরকারি টাকায় খাবেন, সরকারের টাকায় নিরাপত্তারক্ষী নেবেন আর কলমের এক খোঁচায় চাকরি খেয়ে নেবেন!"

দ্বিতীয় দফার ভোটের আগে প্রচারের শুরু থেকেই চেনা মেজাজে ধরা দিচ্ছেন তৃণমূল নেত্রী । সোমবার এসএসসি নিয়ে হাইকোর্টে রায় প্রকাশ্যে আসার পর থেকে সেই আক্রমণের ধার আরও অনেকটাই বেড়েছে। ঘটনাচক্রে এর মধ্যে প্রায় সমস্ত সভা থেকেই মমতাকে বিচারপতিদের তীব্র সমালোচনা করতে দেখা গিয়েছে । সেই ধারা অব্যাহত রইল ভাতারের সভাতেও।

বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, " আমরা চাকরি দিলে আপনারা (বিজেপি) কোর্টকে দিয়ে সেটা খেয়ে দেন। কোনও অসুবিধা থাকলে বা আমাদের ভুল হলে বলে সংশোধন করে দিতাম । সব আমি করি না । কমিশন আছে তারা দেখত। কিন্তু সেটা না করে বলেছে মাইনে সুদ-সহ ফেরত দিতে হবে। এটা কী হয়!

এই প্রসঙ্গে তিনি আবারও বলেন, আদালতের রায়ে যাঁদের চাকরি গিয়েছে তিনি তাঁদের পাশে আছেন। এখানেই তাঁর প্রশ্ন এত শিক্ষকের চাকরি গেলে স্কুলগুলোয় কারা পড়াবেন? পড়ুয়ারা স্কুলে গিয়ে বসে থাকবে কিন্তু ক্লাস কী করে হবে ? পাশাপাশি যাঁরা 8 বছর ধরে চাকরি করছেন আচমকা চাকরি চলে যাওয়ায় তাঁদের যে সামাজিক অসম্মানের মুখে পড়তে হচ্ছে সে কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

অন্য একটি প্রসঙ্গে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কড়া আক্রমণ করেন মমতা। তাঁর কথায়, "এক গদ্দার বলেছে বোমা ফাটাব। এই বোমা হজম হলে হয়!" প্রসঙ্গত, গত শনিবার মালদার একটি জনসভা থেকে শুভেন্দু বলেন, "আগমী সপ্তাহে এমন বোমা ফাটাব যে তৃণমূল বেসামাল হয়ে যাবে।" এরপর সোমবারই এসএসসিগ'র রায় বেরবে । তারপর থেকেই শুভেন্দুকে এই বক্তব্যের প্রেক্ষিতে লাগাতার আক্রমণ করে চলেছে তৃণমূল। এদিন মমতাকে এটাও বলতে শোনা যায়, " (গদ্দার) প্রচুর টাকা করেছিস বলেই সিবিআইতে গিয়েছিস।"

আরও পড়ুন:

  1. অভিষেককে খুন করতে চেয়েছিল বিজেপি, বিস্ফোরক অভিযোগ মমতার
  2. বাংলায় 30-35 আসন জিতে উত্তরবঙ্গে এইমস করবে বিজেপি সরকার, মমতাকে বিঁধে প্রতিশ্রুতি শাহের
Last Updated : Apr 23, 2024, 6:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details