কলকাতা, 15 নভেম্বর: আবারও শহর কলকাতায় উদ্ধার হল বান্ডিল-বান্ডিল নোট ৷ লটারি প্রতারণার মামলায় দিল্লির ইডি আধিকারিকদের তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে সাড়ে 3 কোটি টাকা ৷ বৃহস্পতিবার থেকে শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় 36 ঘণ্টার ম্যারাথন তল্লাশি চালাল ইডি ৷ উদ্ধার হওয়া টাকার বান্ডিল গুনতে একাধিক নোট গোনার মেশিন আনা হয়েছিল ব্যাংক থেকে ৷
জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার লেক মার্কেটের প্রিন্স গোলাম মহম্মদ রোডের একটি বহুতল আবাসনের ফ্ল্যাটে বৃহস্পতিবার থেকে তল্লাশি জারি ছিল ৷ ইডি সূত্রে খবর, এই অভিযানে ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে ৷ তবে, ঠিক কত টাকা সেখানে ছিল, তা প্রথমে বোঝা যায়নি ৷ এ দিন বিকেলে টাকা গোনা শেষ হলে দেখা যায়, পরিমাণটা সাড়ে তিন কোটি ৷ লটারি প্রতারণার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তদন্তে কলকাতার যোগ পাওয়া যায় ৷
গত বুধবার রাতে ইডির একটি বিশেষ দল কলকাতায় আসে ৷ বৃহস্পতিবার সকাল থেকে দিল্লির তদন্তকারীরা দু’ভাগে ভাগ হয়ে তদন্ত শুরু করেন ৷ একটি দল এয়ারপোর্ট 1 নম্বর গেটের কাছে একটি লটারির অফিসে হানা দেয় ৷ আরেকটি দল দক্ষিণ কলকাতার লেক মার্কেটের কাছে আবাসনের একটি ফ্ল্যাটে হানা দেয় ৷ গতকালের পর আজও ওই দুই জায়গায় তল্লাশি চলছে ইডি-র ৷
অভিযোগ, এক লটারি ব্যবসায়ী একাধিক মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি-কোটি টাকা আত্মসাৎ করেছেন ৷ সেই নিয়ে দায়ের হওয়া মামলায় দিল্লির ইডি আধিকারিকরা তদন্ত করছেন ৷ সেই তদন্তে নেমে দক্ষিণ কলকাতার ওই আবাসনের ফ্ল্যাট থেকে সাড়ে 3 কোটি টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷
উল্লেখ্য, এই প্রথম নয় ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে ইডি’র আধিকারিকরা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বান্ডিল বান্ডিল টাকা ও প্রায় বহু মূল্যের সোনার গয়না উদ্ধার করেছিলেন ৷ সেবারেও উদ্ধার হওয়া টাকার বান্ডিল গুনতে মেশিন আনতে হয়েছিল ইডি আধিকারিকদের ৷ এরকম টাকা উদ্ধারের ঘটনা আরও বেশকিছু ঘটেছে শহরে ৷