কলকাতা, 15 নভেম্বর: মুক্তির আগেই বড় প্রাপ্তি হল শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের 'আমার বস' ছবির।ভারতীয় প্যানোরামা গোয়া (আইএফএফআই)-এ নির্বাচিত হয়েছে ছবিটি। 'আমার বস'-এর সঙ্গে 'ভূতপরী' ও 'অঙ্ক কী কঠিন' ছবি দু'টিও জায়গা করে নিয়েছে এই তালিকায়।
এর আগে সামাজিক মাধ্যমে জানানো হয়েছিল, 55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন্ডিয়াতে দুটি ভারতীয় সিনেমা ও 7টি আন্তর্জাতিক ছবির সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে বাংলা ছবি আমার বস ৷ মূলত, আইসিএফটি-ইউনেস্কো গান্ধি মেডেল জয়ের প্রতিযোগিতায় রয়েছে এই বাংলা সিনেমা ৷ এর সঙ্গে রয়েছে আসামিজ ছবি 'জুঁইফুল' ও হিন্দি সিনেমা 'শ্রীকান্ত' ৷
'আমার বস'-এর হাত ধরেই অনেকদিন পর রাখি গুলজার ফিরেছেন বাংলা ছবিতে। তবে, ছবিটি কবে নাগাদ মুক্তি পেতে পারে তা এখনও জানায়নি প্রযোজনা সংস্থা উইন্ডোজ। এই ছবির মাধ্যমেই প্রথমবার বড়পর্দায় অভিষেক হতে চলেছে শ্রুতি দাসের। আর প্রথম ছবিতেই রাখি গুলজারের মতো অভিনেত্রীর পাশে দাঁড়াতে পারার জন্য নিজেকে ধন্য মনে করছেন শ্রুতি।
এই ছবিতে রাখি গুলজার বাঙালি দর্শকের জন্য বাড়তি চমক তা বলাই বাহুল্য। ছবিতে রাখি গুলজার ছাড়াও অভিনয় করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য চট্টোপাধ্যায়, আভেরি সিংহ রায়, এবং শ্রুতি দাস। ভারতীয় প্যানোরামা গোয়া (আইএফএফআই)-তে নির্বাচিত হওয়ার কারণে খুশি ছবির প্রত্যেক কলাকুশলী।
প্রসঙ্গত, রাখি গুলজার শিবু-নন্দিতার 'হামি' দেখে আপ্লুত হয়েছিলেন। এরপর 'আমার বস'-এর জন্য তাঁরা কাছে অনুরোধ যায়। তিনিও পরিচালক জুটিকে হিন্দিতে 'হামি' করার অনুরোধ জানান। পাশাপাশি অপরাজিতা আঢ্য অভিনীত চরিত্রটি করতে চান রাখি। এখম প্রশ্ন 'হামি ৩' কি আসবে বড় পর্দায়? সময় দেবে সেই উত্তর। অন্যদিকে, বক্স অফিসে ব্যাঙ্ক ডাকাতি করে বসে আছে 'বহুরূপী'। পশ্চিমবঙ্গে শো বাড়ল 'বহুরূপী'র। পঞ্চম সপ্তাহে জাতীয় স্তরে আবার 'বহুরূপী' প্রচুর শো ফিরে পেয়েছে বলে জানিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।