পালি (রাজস্থান), 15 নভেম্বর: মর্মান্তিক ৷ পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চারজনের ৷ তাঁরা স্বামী, স্ত্রী ও দুই সন্তান ৷ বৃহস্পতিবার রাতে রাজস্থানের পালি জেলায় ওই পথ দুর্ঘটনায় প্রাণ হারায় পরিবারের চার সদস্য ৷ পালির কেনপুরার কাছে চারচাকা গাড়ির সামনে হঠাৎই চলে আসে একটি গরু ৷ তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে একটি গাছে ৷
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে, গরুটাকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে ৷ সংঘর্ষের জেরে গাড়িটি পুরো দুমড়ে-মুচড়ে যায় ৷ দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান চারচাকাটির ভিতরে থাকা এক ব্যক্তি ও মহিলা এবং তাঁদের ছেলে ও মেয়ে ৷ গাড়িতে থাকা ওই পরিবারের এক আত্মীয় ও ওই দম্পতির ভাইপো ছিল ৷ তাঁরা আহত হন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সান্দেরাও থানার পুলিশ ৷ সান্দেরাও থানার অফিসার লক্ষ্মণ সিং জানান, এই এলাকার 162 নম্বর জাতীয় সড়কে যে টোল বুথ রয়েছে, তার থেকে 1 কিলোমিটার দূরে ঘটানাটি ঘটেছে ৷
তিনি আরও জানান, গাড়িটির সামনে কোথা থেকে একটি গরু চলে আসে ৷ তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে গাড়িটি । দুর্ঘটনায় গাড়িতে থাকা একই পরিবারের 4 জন মারা যান ঘটনাস্থলেই ৷ দু'জন আহত হন ৷ তাঁদের পালি ও সান্দেরাও হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা ওই দম্পতির আত্মীয় ও ভাইপো ৷ ওই পরিবারটি মহারাষ্ট্রের কোলাপুরের ৷ তাঁদের সোনা-রূপোর ব্যবসা ৷ ব্যবসায়িক কারণে পালি এলাকার শিবগঞ্জে এক জুয়েলার্স বন্ধু কিশোর প্রজাপতের কাছে তাঁরা এসেছিলেন। ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশি তদন্তে জানা গিয়েছে, মৃতরা হলেন 50 বছর বয়সি বাবুরাও ও তাঁর স্ত্রী সারিকা ৷ 19 বছর বয়সি তাঁদের মেয়ে সাক্ষী ও 17 বছরের ছেলে সংস্কার ৷ পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য সান্দেরাও হাসপাতালে পাঠায়। যিনি গাড়ি চালক তিনি ওই দম্পতির আত্মীয়, তাঁর অবস্থা গুরুতর ৷ বাঙার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। 19 বছর বয়সি ভাইপো চিন্ময় সান্দেরা হাসপাতালে চিকিৎসাধীন ৷