ETV Bharat / state

স্যালাইন-কাণ্ড: প্রসূতিদের পর একে একে অসুস্থ সদ্যজাতরা ! একটিকে আনা হল এসএসকেএমে - SALINE DEATH CASE

স্যালাইন-কাণ্ডে প্রসূতিদের পর এবার একে একে অসুস্থ হয়ে পড়ছে সদ্যজাতরা ৷ গুরুতর অসুস্থ অবস্থায় মিনারা বিবির সন্তানকে রেফার করা হল এসএসকেএমে ৷

ETV BHARAT
প্রসূতিদের পর একে একে অসুস্থ সদ্যজাতরা ! (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2025, 1:47 PM IST

মেদিনীপুর, 31 জানুয়ারি: স্যালাইন-কাণ্ডে মৃত ও অসুস্থ প্রসূতিদের সন্তানেরা এবার একে একে অসুস্থ হয়ে পড়ছে ৷ মেদিনীপুর মেডিক্যাল কলেজে অসুস্থ হয়ে পড়া প্রসূতি মিনারা বিবির সদ্যজাত সন্তানকে পাঠাতে হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে । অন্যদিকে, মৃত প্রসূতি মামণি রুইদাসের সন্তানও ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজে । শিশু বিভাগের প্রধানের দাবি, "মিনারা বিবির সন্তানের নাভির কাছে জন্ম থেকেই কিছু সমস্যা রয়েছে । তার শল্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন ।

মেদিনীপুর মেডিক্যাল কলেজের অসুস্থ প্রসূতিদের পাশাপাশি এবার তাঁদেরই একজনের সদ্যজাত সন্তানের পরিস্থিতিও সংকটজনক হওয়ায় রেফার করা হল এসএসকেএমে ৷ জানুয়ারি মাসের শুরুতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমাতে সন্তানের জন্ম দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন পাঁচজন প্রসূতি ৷ তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয় এবং তিনজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাঁদের রেফার করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে ।

ETV BHARAT
মেদিনীপুর মেডিক্যাল কলেজ (নিজস্ব চিত্র)

সেই তিনজনের মধ্যে কেশপুরের প্রসূতি মিনারা বিবি পরে কলকাতা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ তাঁর সন্তান এতদিন বাড়িতেই ছিল । এবার সে অসুস্থ হয়ে একদিন আগে ভর্তি হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশুদের স্পেশাল ইউনিটে । কিন্তু তাকে সুস্থ করতে না পারায় এবার শিশুটিকে রেফার করা হয়েছে এসএসকেএমে ।

অন্যদিকে, মেদিনীপুর মেডিক্যাল কলেজেই চিকিৎসা চলছে স্যালাইন-কাণ্ডে মৃত প্রসূতি মামণি রুইদাসের সদ্যজাত পুত্রসন্তানের । যদিও এই নিয়ে এক বিবৃতিতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান তারাপদ ঘোষ জানান, "মিনারা বিবির সন্তানের নাভির কাছে জন্ম থেকেই কিছু সমস্যা রয়েছে । তার শল্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন । তাই তাকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়েছে ।"

তবে মৃত প্রসূতি মামণির পুত্রসন্তানের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে তিনি আরও জানান, "মামণির সন্তানের রক্তে সংক্রমণ পাওয়া গিয়েছে । তাই তার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো প্রয়োজন ।"

উল্লেখ্য, নতুন বছরে জানুয়ারি মাসের শুরুতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুদের জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন মামণি রুইদাস, মাম্পি সিং, মিনারা বিবি, রেখা সাউ ও নাসরিন খাতুন নামে পাঁচজন প্রসূতি ৷ ঘটনার একদিন পরেই মৃত্যু হয় মামণির । এরপর জল অনেকদূর গড়ায় । পরবর্তীকালে মৃত্যু হয়েছে রেখা সাউয়ের পুত্রের । ইতিমধ্যে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে মামণি রুইদাসের অসুস্থ ছেলে । এরপর ভর্তি হয় মিনারা বিবির পুত্রসন্তান । সেই সন্তানের অসুস্থতা বাড়লে তাকে কলকাতায় রেফার করা হয় ।

মেদিনীপুর, 31 জানুয়ারি: স্যালাইন-কাণ্ডে মৃত ও অসুস্থ প্রসূতিদের সন্তানেরা এবার একে একে অসুস্থ হয়ে পড়ছে ৷ মেদিনীপুর মেডিক্যাল কলেজে অসুস্থ হয়ে পড়া প্রসূতি মিনারা বিবির সদ্যজাত সন্তানকে পাঠাতে হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে । অন্যদিকে, মৃত প্রসূতি মামণি রুইদাসের সন্তানও ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজে । শিশু বিভাগের প্রধানের দাবি, "মিনারা বিবির সন্তানের নাভির কাছে জন্ম থেকেই কিছু সমস্যা রয়েছে । তার শল্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন ।

মেদিনীপুর মেডিক্যাল কলেজের অসুস্থ প্রসূতিদের পাশাপাশি এবার তাঁদেরই একজনের সদ্যজাত সন্তানের পরিস্থিতিও সংকটজনক হওয়ায় রেফার করা হল এসএসকেএমে ৷ জানুয়ারি মাসের শুরুতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমাতে সন্তানের জন্ম দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন পাঁচজন প্রসূতি ৷ তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয় এবং তিনজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাঁদের রেফার করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে ।

ETV BHARAT
মেদিনীপুর মেডিক্যাল কলেজ (নিজস্ব চিত্র)

সেই তিনজনের মধ্যে কেশপুরের প্রসূতি মিনারা বিবি পরে কলকাতা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ তাঁর সন্তান এতদিন বাড়িতেই ছিল । এবার সে অসুস্থ হয়ে একদিন আগে ভর্তি হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশুদের স্পেশাল ইউনিটে । কিন্তু তাকে সুস্থ করতে না পারায় এবার শিশুটিকে রেফার করা হয়েছে এসএসকেএমে ।

অন্যদিকে, মেদিনীপুর মেডিক্যাল কলেজেই চিকিৎসা চলছে স্যালাইন-কাণ্ডে মৃত প্রসূতি মামণি রুইদাসের সদ্যজাত পুত্রসন্তানের । যদিও এই নিয়ে এক বিবৃতিতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান তারাপদ ঘোষ জানান, "মিনারা বিবির সন্তানের নাভির কাছে জন্ম থেকেই কিছু সমস্যা রয়েছে । তার শল্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন । তাই তাকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়েছে ।"

তবে মৃত প্রসূতি মামণির পুত্রসন্তানের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে তিনি আরও জানান, "মামণির সন্তানের রক্তে সংক্রমণ পাওয়া গিয়েছে । তাই তার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো প্রয়োজন ।"

উল্লেখ্য, নতুন বছরে জানুয়ারি মাসের শুরুতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুদের জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন মামণি রুইদাস, মাম্পি সিং, মিনারা বিবি, রেখা সাউ ও নাসরিন খাতুন নামে পাঁচজন প্রসূতি ৷ ঘটনার একদিন পরেই মৃত্যু হয় মামণির । এরপর জল অনেকদূর গড়ায় । পরবর্তীকালে মৃত্যু হয়েছে রেখা সাউয়ের পুত্রের । ইতিমধ্যে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে মামণি রুইদাসের অসুস্থ ছেলে । এরপর ভর্তি হয় মিনারা বিবির পুত্রসন্তান । সেই সন্তানের অসুস্থতা বাড়লে তাকে কলকাতায় রেফার করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.