ETV Bharat / state

মহারাষ্ট্র-রাজস্থানেও হ্যাক হয়েছে, আমাদের প্রশাসন রাফ অ্যান্ড টাফ: ট্যাব-কাণ্ডে মমতা - MAMATA ON TAB SCAM

পাহাড় থেকে ফেরার আগে ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, পুলিশ ও প্রশাসন যথাযথ তদন্ত করছে ৷

ETV BHARAT
ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2024, 2:59 PM IST

শিলিগুড়ি, 15 নভেম্বর: ট্যাব কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শনিবার চারদিনের পাহাড় সফর শেষ করে কলকাতায় ফেরার আগে ট্যাব কেলেঙ্কারি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী । পুলিশ প্রশাসন কড়া হাতে এই ট্যাব কেলেঙ্কারির তদন্ত করছে বলে জানান তিনি । এমনকি সিটের কাজে তিনি সন্তুষ্ট বলেও জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

এদিন শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, "ট্যাব নিয়ে সিট গঠন করেছি । সেটা পুলিশ ও প্রশাসনের কাজ । প্রশাসন কাজ করছে । এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয় । ওরা মহারাষ্ট্র ও অন্যান্য রাজ্যে এমনকি রাজস্থানেও এটা করেছে । সব রাজ্য থেকে হ্যাক করেছে । এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি । আমাদের প্রশাসন খুব শক্ত । রাফ অ্যান্ড টাফ । তারা ইতিমধ্যে ছয় জনকে গ্রেফতার করেছে । সিট গঠন হয়েছে । বাদ বাকি যা করার করবে । আর যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা পাঠানো হয়ে গিয়েছে ।"

ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী (নিজস্ব ভিডিয়ো)

পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী তাঁর পাহাড় সফর নিয়েও জানান । গুরু পূর্ণিমার জন্য রাজ্যবাসীকে শুভেচ্ছাও জানান তিনি । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পাহাড় সফর ভালো হয়েছে । মুখ্যমন্ত্রীর কথায়, "আমার গুরু মা মাটি মানুষ । আমি মা মাটি মানুষকে প্রণাম, শ্রদ্ধা, সালাম জানাই । আমরা বিরসা মুন্ডার 150তম জন্মদিন পালন করছি । আমার পাহাড় সফর খুব ভালো হয়েছে । চারটে স্কিল ডেভলপমেন্ট সেন্টার পাহাড়ে করতে পেরেছি । শিলিগুড়িতে একটা আগে থেকেই আছে । আমি পরে সেটা দেখে যাব । এতে প্রচুর ছেলেমেয়ে ট্রেনিংয়ের সুযোগ পাবে ও পরে চাকরির সুযোগ পাবে ।

ETV BHARAT
বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী (নিজস্ব চিত্র)

শিলিগুড়ি, 15 নভেম্বর: ট্যাব কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শনিবার চারদিনের পাহাড় সফর শেষ করে কলকাতায় ফেরার আগে ট্যাব কেলেঙ্কারি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী । পুলিশ প্রশাসন কড়া হাতে এই ট্যাব কেলেঙ্কারির তদন্ত করছে বলে জানান তিনি । এমনকি সিটের কাজে তিনি সন্তুষ্ট বলেও জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

এদিন শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, "ট্যাব নিয়ে সিট গঠন করেছি । সেটা পুলিশ ও প্রশাসনের কাজ । প্রশাসন কাজ করছে । এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয় । ওরা মহারাষ্ট্র ও অন্যান্য রাজ্যে এমনকি রাজস্থানেও এটা করেছে । সব রাজ্য থেকে হ্যাক করেছে । এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি । আমাদের প্রশাসন খুব শক্ত । রাফ অ্যান্ড টাফ । তারা ইতিমধ্যে ছয় জনকে গ্রেফতার করেছে । সিট গঠন হয়েছে । বাদ বাকি যা করার করবে । আর যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা পাঠানো হয়ে গিয়েছে ।"

ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী (নিজস্ব ভিডিয়ো)

পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী তাঁর পাহাড় সফর নিয়েও জানান । গুরু পূর্ণিমার জন্য রাজ্যবাসীকে শুভেচ্ছাও জানান তিনি । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পাহাড় সফর ভালো হয়েছে । মুখ্যমন্ত্রীর কথায়, "আমার গুরু মা মাটি মানুষ । আমি মা মাটি মানুষকে প্রণাম, শ্রদ্ধা, সালাম জানাই । আমরা বিরসা মুন্ডার 150তম জন্মদিন পালন করছি । আমার পাহাড় সফর খুব ভালো হয়েছে । চারটে স্কিল ডেভলপমেন্ট সেন্টার পাহাড়ে করতে পেরেছি । শিলিগুড়িতে একটা আগে থেকেই আছে । আমি পরে সেটা দেখে যাব । এতে প্রচুর ছেলেমেয়ে ট্রেনিংয়ের সুযোগ পাবে ও পরে চাকরির সুযোগ পাবে ।

ETV BHARAT
বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী (নিজস্ব চিত্র)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.