কলকাতা, 3 সেপ্টেম্বর: বিধানসভায় পাশ হয়ে গেল ধর্ষণ বিরোধী 'অপরাজিতা উওম্যান অ্যান্ড চাইল্ড বিল 2024'৷ এই দিনটা ইতিহাস বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ তিনি বলেন, "আমরা এটা করে দেখালাম ৷ আমিও সিবিআইয়ের কাছে বিচার চাই ৷"
এদিন বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল নিয়ে আলোচনায় বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী বলেন, "মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে 3 সেপ্টেম্বর একটা ঐতিহাসিক দিন । 1981 সালে এই দিনে মেয়েদের অধিকার সুরক্ষার জন্য ইউনাইটেড নেশন চালু করেছিল নারী বৈষম্য বিরোধী কমিটি । আজকের দিনটা এই দিনের সঙ্গে মিলে যাওয়ার জন্য আমি রাষ্ট্রসংঘকে ধন্যবাদ জানাই ৷ যাঁরা লড়াই করছেন তাঁদের সবাইকে সমবেদনা জানাচ্ছি, পরিবারকে সমবেদনা জানাচ্ছি । যাঁরা সারা ভারতে অত্যাচারিত হয়েছেন, তাঁদের জন্যও আমি সমবেদনা জানাচ্ছি ৷"
আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তি দিতে তাঁর সরকার শুরু থেকেই বদ্ধপরিকর বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ তিনি বলেন, "আমি যখন নির্যাতিতার বাড়ি যাই, তার আগে তদন্তকারী অফিসার সব তথ্য বাবা-মাকে দেখিয়ে এসেছিলেন । সোমবার তাঁদের বাড়ি গিয়েছিলাম, বলেছিলাম রবিবারের মধ্যে তদন্ত শেষ করে অভিযুক্তদের গ্রেফতার করতে যদি না-পারি, তাহলে পরের সোমবার নিজে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেব । 164 জনের টিম তৈরি হয়েছিল । ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা দেওয়ার কথা বলেছিলাম । আদালতের নির্দেশে সিবিআই হয় মঙ্গলবার । এখন আমরা সিবিআইয়ের কাছে বিচার চাই ৷ আমরা প্রথম থেকে ফাঁসি চেয়েছি । বিরোধী দলনেতা বললেন, এটা আইনে পরিণত হবে কি ? মাননীয় রাজ্যপালকে বলুন এটা সই করে দিতে । তার পর দেখুন কার্যকর হয় কি না ৷"