রায়গঞ্জ, 6 এপ্রিল:সন্দেশখালি, বনগাঁর পর এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে স্থানীয়দের বিক্ষোভ-হামলার মুখে পড়তে হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। রাজ্যে এবার আক্রান্ত এনআইএ আধিকারিকরা ৷ কিন্তু এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেই দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার উত্তরবঙ্গের রায়গঞ্জের প্রচার মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, "পুলিশকে না-জানিয়ে তদন্তে যাওয়ার কারণেই এই অশান্তির পরিবেশ তৈরি হয়েছে ৷"
বিস্ফোরণকাণ্ডের পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তদন্তে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র আধিকারিকদের । স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে তদন্তকারী সংস্থার গাড়ি ভাঙচুর করা হয়েছে । দুই তদন্তকারী আধিকারিক সামান্য আহত হয়েছেন বলেও শোনা গিয়েছে।
এর আগে গত 5 জানুয়ারি, উত্তর 24 পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে তাঁর অনুগামীদের হামলার মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের বাংলায় আক্রান্ত হল এনআইএ । তবে রাজ্যে এনআইএ আধিকারিকদের আক্রান্ত হওয়ার সবকটি ঘটনার জন্যই তদন্তকারী সংস্থার ঘাড়েই দোষ চাপালেন মমতা ৷